অনুপম রায়ের জন্মদিন কিভাবে সেলিব্রেট করলেন তার প্রাক্তনী ?

সিনেবাংলা ডেস্ক : বাংলা সঙ্গীত জগতের অন্যতম নামী শিল্পী গায়ক অনুপম রায়ের আজ জন্মদিন । গত বছরের শেষে স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্কে দাঁড়ি টানেন প্রাক্তনের সুরকার । জন্মদিনে গায়কের জন্য কোনও পরিকল্পনা রয়েছে কিনা তা জানতে চাওয়া হলে সদ্য প্রাক্তন জীবনসঙ্গিনী পিয়া সাফ বলেন, ”বিষয়টি ব্যক্তিগত এই নিয়ে কোনও কথা বলব না ।”
অনুপম রায় ২০২১ সালে ১১ নভেম্বর টুইটার অ্যাকাউন্টে ডির্ভোসের সিদ্ধান্তের কথা জানান খানিকটা আমির – কিরণের মত করে । প্রাক্তনের সুরকারের মুখে সেই প্রথম শোনা গেল জীবনের ঝড়ের কথা। তিনি লিখেছিলেন, ”আমরা দুজনে পারস্পরিক সম্মতিতে এই বিয়ের সম্পর্কটা ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি, আমরা এবার নিজেদের পথ চলব বন্ধু হিসাবে। একে অপরের পাশে থাকব।” 
অনুপম আরও লেখেন, “একসঙ্গে আমাদের এই সফরটা ভীষণ সুন্দর ছিল। অসাধারণ কিছু স্মৃতি, সুন্দর-সাজানো মুহূর্তগুলো সর্বদা সঙ্গে থাকবে। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে ও মতবিরোধের জন্যে আমরা ঠিক করেছি স্বামী-স্ত্রী হিসাবে এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমরা ঠিক আগের মতোই একে অপরের খুব কাছের বন্ধু থাকব, যেমনটা আমরা আগে থেকেই ছিলাম এবং পরস্পরের ভালো-মন্দটা দেখবার জন্য সর্বদা প্রস্তুত থাকব। “
তবে ব্যক্তিগত জীবনে যতই ঝড় উঠুক, বোবা টানেলের গলা চিরে আলো খুঁজে নিয়েছেন অনুপম। দুই বছর পরে জন্মদিনের দিনই মুক্তি পাচ্ছে অনুপম রায়ের নতুন গান ‘বেলাশুরু’ ছবির প্রথম গান ‘সোহাগে আদরে’। 
তবে কোনও ‘ব্যক্তিগত’ পরিকল্পনা নয়, স্বামী অনুপমের জন্মদিনে এক মিষ্টি ভিডিও পোস্ট করেছিলেন পিয়া। পার্টনার অনুপমের লেখা, সুর দেওয়া ও গাওয়া গানে দুই কার্টুন চরিত্রের মিস্টি রোম্যান্স। ২০২০ সালে এই হিন্দি গানটি কম্পোজ করেছিলেন অনুপম।

Leave a Comment