কি এমন সতর্ক বার্তা দিল অঙ্কুশ ?

সিনে বাংলা ডেস্ক: টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ অঙ্কুশ হাজরা। কমবেশি বয়স্ক থেকে বাচ্চা সবাই চেনে তাকে । কিন্তু হটাৎ ই অঙ্কুশ কেন এই বার্তা দিল ? কি বোঝাতে চাইলো তিনি আসুন জেনে নিই । 

প্রায়শই অঙ্কুশ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল এ মজার মজার রিল শেয়ার করে অনুগামীদের হাসতে থাকে । এবারও ঘটলো সেই রকম জিনিস।

 

ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং এখন পুষ্পা রাজের একটি ডায়লগ “ঝুঁকেগা নেহি” , তথাকথিত সেই একটি ট্রেন্ডিং লিপসিনে গলা মেলাতে দেখা গেলো অভিনেতা কে । রিল টিতে অঙ্কুশ বলছে “pakhisha agar apke benche me niche chit mile , toh puspa Raj mat baniye , turant jhuka aur utha ke likhiye” অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন , “পরীক্ষা হলে যদি কোনো চিট মেলে, তাহলে পুষ্পা রাজ না হয়ে চিট টা তুলে লিখতে । ” 
তার এই ভিডিও দেখে তো তার অনুরাগীরা হেসে কুপোকাত এমন তাই দেখা গেছে তার কমেন্ট বক্সে । 
বর্তমানে জানা গিয়েছে অভিনেতা এখন নর্থ বেঙ্গল এ রয়েছে তার পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য।

Leave a Comment