সিনে বাংলা ডেস্ক: বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ও প্রায় সমান তালে পাল্লা দিয়ে চলছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি কে। কোনো বিষয়ে পিছিয়ে থাকতে রাজি নয় টলি পাড়া। সেই জন্যই ২০০৭ সাল থেকেই শুরু হয়ে গেছে ” ব্ল্যাক লেডি ” জিতে নেওয়ার লড়াই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। সেই রীতি চালু রেখেই ২০২১ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এ সেরার তালিকায় নাম উঠলো কিছু বিখ্যাত শিল্পীদের । জেনে নিন কে কোন বিষয়ে পারদর্শীতা দেখিয়ে জিতে নিলেন সেরার উপাধি !
সেরা সংলাপ হিসেবে অনীক দত্ত ও উৎসব মুখোপাধ্যায় এর বরুণবাবুর বন্ধু কে বেছে নেওয়া হয়েছে এবং সেরা সাউন্ড ডিজাইন এর তকমা পেয়েছেন অনিন্দিত রায় ও অদীপ সিং মানকি (ট্যাংরা ব্লুজ) । সেরা সম্পাদনায় আছেন সুজয় দত্ত রায় ( বিনিসুতোয়)। সেরা সিনেমাটোগ্রাফি করেছেন সুপ্রতীম ভোল ( অভিযাত্রিক) এবং সেরা পোশাক রুমা সেনগুপ্ত ( হীরালাল) ।
সেরা কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ( মন আনমনে- ম্যাজিক) । সেরা নবাগত অভিনেতা ও অভিনেত্রী ও পরিচালক হিসেবে যাদের নাম উঠে এসেছে তাঁরা হলেন কিঞ্জল নন্দ ( হীরালাল ), ঐন্দ্রিলা সেন ( ম্যাজিক) এবং সুপ্রিয় সেন ( ট্যাংরা ব্লুজ) ।