সিনে বাংলা ডেস্ক:বেশ কিছু চ্যানেলে আসতে চলেছে এক গুচ্ছ নতুন নতুন সিরিয়াল। তার মধ্যে কোনটাতে দেখা যাবে সকলের চেনা মুখ আবার কোনটাতে একেবারে নতুন মুখ।
আবারও লীনা গঙ্গোপাধ্যায়ের আনতে চলেছে নতুন এক ধারাবাহিক। সেখানে প্রধান চরিত্রে দেখা যাবে সোনামনি সাহা ও সপ্তর্ষি মৌলিক কে । এর আগে মোহর ধারাবাহিক থেকে সকলের অনেক ভালোবাসা কুড়িয়েছেন সোনামনি অন্যদিকে এর আগে সপ্তর্ষি কে দেখা গিয়েছে শ্রীময়ি ধারাবাহিকে ডিঙ্কার চরিত্রে। সোনামনি ও সপ্তর্ষির নতুন ধারাবাহিকের নাম এখনও জানা যায়নি তবে শীঘ্রই স্টার জলসায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক।
সুশান্ত রায়ের প্রোডাকশনে নতুন ধারাবাহিকে এবার দেখা যাবে সকলের প্রিয় শ্যামা অর্থাৎ তিয়াসা রায় কে। কিন্তু বিপরীতে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এর আগে তিয়াসাকে জি বাংলার ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেলেও শোনা যায় আগামী ধারাবাহিকটি আসতে চলেছে স্টার জলসায়।
এবার আকাশ আট – এ দেখা যাবে অর্কজা আচার্য অর্থাৎ নিরুপমা কে। এর আগে অর্কজা মিঠাই ধারাবাহিকের ধারার চরিত্রে অভিনয় করেছেন।অর্কজার বিপরীতে দেখা যাবে সায়ন কর্মকার কে। সায়ন এর আগে জি বাংলার জীবন সাথী ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অর্কজা – সায়নের নতুন ধারাবাহিকের নাম শ্রেয়সী। এই ধারাবাহিকের শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শ্রেয়সীর টিজার ও টেলিভিশনে সম্পচার হয়ে গেছে।
রেজওয়ান রাব্বানি শেখ অর্থাৎ সকলের প্রিয় আর্য এবং ইন্দ্রাণী পাল অর্থাৎ বরন ধারাবাহিকের তিথি কে দেখা যাবে এবার একসাথে প্রধান চরিত্রে। জানা যাচ্ছে এস ভি এফ প্রোডাকশন হাউজের হাত ধরে স্টার জলসায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক ।
বহুদিন পর ধারাবাহিকে ফিরছে অঙ্কিতা চক্রবর্তী। শশী সুমিত প্রোডাকশন কালার্স বাংলায় নিয়ে আসছে তাদের নতুন ধারাবাহিক ইন্দ্রাণী। এই ধারাবাহিকে অঙ্কিতাকে দেখা যাবে প্রধান চরিত্রে। বিপরীতে থাকবে রাহুল গাঙ্গুলী। এর আগে বিভিন্ন অ্যাডভাটাইসমেন্টে কাজ করতে দেখা গেছে তাকে। এই প্রথম ধারাবাহিকে অভিনয় করবেন রাহুল।
বেশ কিছু দিন পর আবার ছোট পর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত। কোন ধারাবাহিক, বিপরীতে কাকে দেখা যাবে তা কিছুই এখনও জানা না গেলেও ধারাবাহিকটি যে স্টার জলসায় আসতে পারে তা শোনা যাচ্ছে।