সিনে বাংলা ডেস্ক: বর্তমানের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে দুটি হল ‘গাঁটছড়া'(Gaatchora) ও ‘ধুলোকণা'(Dhulokona)। যেখানে সোলাঙ্কী রায়(Solanki Roy), গৌরব চ্যাটার্জী(Gaurob Chatterjee), অনিন্দ্য চ্যাটার্জী(Anindya Chatterjee)-র মতো অনেকেই আছেন। তাদের অভিনয়ে মুগ্ধ সকলেই । তাঁরা সোশ্যাল মিডিয়া(Social media)-তে অ্যাক্টিভ(active) থাকার পাশাপাশি শেয়ার (share) করেন নানাধরনের ছবি ও ভিডিও(video)।
তাদের একটি ভিডিও(video) খুব ভাইরাল(viral) হচ্ছে। যেখানে অনিন্দ্য চ্যাটার্জী(Anindya Chatterjee) অর্থাৎ ‘গাঁটছড়া'(Gaatchora) ধারাবাহিকের রাহুল(Rahul), গৌরব চ্যাটার্জী(Gaurob Chatterjee) অর্থাৎ ঋদ্ধিমান(Riddhiman)- এর সাথে ইন্দ্রসিশ(Indrasish) ও গৌরব চক্রবর্তী(Gaurav Chakrabarty)-কে দেখা গিয়েছে। তাঁরা সকলে একটি গানে নাচছেন। যেখানে তাদের মধ্যে চলছে নাচের প্রতিযোগিতা। তারা সকলেই অদ্ভুতভাবে মজার ভঙ্গি করে নাচছিলেন। যা দেখে দর্শকেরা খুব মজা পেয়েছেন।
ভিডিও(video)-তে অনিন্দ্য(Anindya), গৌরব চ্যাটার্জী(Gaurob Chatterjee) ও গৌরব চক্রবর্তী(Gaurav Chakrabarty) প্রথমে নাচছিলেন এরপরই দেখা গেলো ইন্দ্রসিশ(Idrasish) অর্থাৎ লালন(Lalon)-কে। ভিডিও(video)-টি দেখেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে বন্ধুত্ব অনেক গভীর। তাঁরা একসাথে অনেক মজা করেন।