সিনে বাংলা ডেস্ক:‘ধুলোকণা’(Dhulokona) ধারাবাহিকটি বর্তমানের শীর্ষ স্থানীয় ধারাবাহিক। ‘মিঠাই'(Mithai)- কেও টেক্কা দিচ্ছে ধারাবাহিকটি। একের পর এক নতুন চমক এসেই চলেছে ধারাবাহিকে। এবার আরো নতুন চমক আসছে ধারাবাহিকে। এক নতুন চরিত্রের আগমন ঘটতে চলেছে ধারাবাহিকে। তিনি কে? চলুন জেনে নেওয়া যাক।
তিনি হলেন স্টার জলসা(Star Jalsha)-র এই ধারাবাহিকে এন্ট্রি(entry) নিলেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ (Karunamoyee Rashmoni) খ্যাত অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল(Sampurna Mandal)। ধারাবাহিকে কিছুদিন আগেই রাজা গোস্বামী(Raja Goswami)-র আগমন ঘটেছিল। যিনি ‘খড়কুটো'(Khorkuto)-তে রূপাঞ্জন(Rupanjan)-এর চরিত্রে অভিনয় করেছিলেন। চড়ুই (Chorui)-এর নায়ক হিসেবে তাকে আনা হয়েছে। এবার আসছেন সম্পূর্ণা(Sampurna)। তাকে আকাশ আট(Akash Aath)- এর ‘হয়তো তোমারই জন্য'(Hoyto Tomari Jonno), ‘দুর্গা দুর্গেশ্বরী'(Durga Durgeshwari)- তে দেখা গিয়েছিল মুখ্য চরিত্রে। জানা গিয়েছে ‘ধূলোকণা’(Dhulokona)-য় অন্যরকম চরিত্রে দেখা যাবে তাকে। তিতির(Titir)- এর চরিত্রে অভিনয় করবেন তিনি।
শোনা যাচ্ছে লালন(Lalon) ফুলঝুরি(Fuljhuri) মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখা যাবে তাকে। তবে চরিত্রটি নেগেটিভ না পজিটিভ তা এখনো জানা যায় নি।সম্পূর্ণা(Sampurna) ছোট থেকেই অভিনয়ের সাথে যুক্ত। ‘মা দুর্গা’(Maa Durga), ‘গোয়েন্দা গিন্নি’(Goyenda Ginni)-র মতো অনেক ধারাবাহিকে শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন তিনি। এরপর তিনি জি বাংলা(Zee Bangla)-য় রাসমণি(Rashmoni)-র কন্যা জগদম্বা(Jagadamba)-র চরিত্রে অভিনয় করেন এবং তারপর থেকেই তাঁর জনপ্রিয়তা অনেক বেড়ে যায়।