সিনে বাংলা ওয়েব ডেস্ক: টলিউডের (Tollywood)অন্যতম জনপ্রিয় অভিনেতা ভরত কল(Varat kal) ।এবার সেই ভরত কলের প্রাক্তন ও বর্তমান স্ত্রী ধরা দিলেন একই ফ্রেমে । স্টার জলসার(star jalsha) খড়কুটো(kharkuto) ধারাবাহিকে দুই যা এর ভূমিকায় অভিনয় করছেন অনুশ্রী(Anushree) ও জয়শ্রী(jayasree)। তাদের দুজনকে একসাথে দেখে রীতিমত উত্তেজনা দর্শকমহলে।
টলিউডের (Tollywood)অন্যতম এক অভিনেত্রী ছিলেন অনুশ্রী(Anushree) ।তিনি অনেক সিনেমা করেছেন ।সিনেমায় অভিনয় করার সময় আলপ হয় ভরত কলের সঙ্গে তারপরে বন্ধুত্ব, এবংপ্রেম অবশেষে বিয়ে কিন্তু তাদের সংসার জীবন দীর্ঘস্থায়ী হয়নি।এরপর অভিনেতা বিয়ে করেন টলিউডেরই আর এক অভিনেত্রী জয়শ্রীকে ।এখন তারা সুখেই সংসার করছেন তাদের একটি কন্যাসন্তান আছে ।তবে প্রকাশ্যে কখনই অনুশ্রী এবং ভরত কল একে ওপরের বিরুদ্ধে অভিযোগ করেননি।
স্টার জলসার(star jalsha) শ্রীময়ী(sreemoyee) ধারাবাহিকে এক সাথে স্কিন শেয়ার (screen)করেছিলেন অনুশ্রী ও ভরত কল ।তাদের একসাথে অভিনীত দৃশ্য গুলো উপভোগ করেছিলেন দর্শকেরা।ব্যাক্তিগত জীবন চাপিয়ে কাজই যে তাদের কাছে তা কিন্তু আরোও একবার প্রমাণ হল।