Monami Ghosh:এ কোন নয়া ভিটামিনের কথা বলছেন অভিনেত্রী মনামী ঘোষ?

সিনে বাংলা ডেস্ক: বাজারে আসতে চলেছে নতুন প্রকারের ভিটামিন। ‘ভিটামিন এম’। এটির কথা প্রথম তুললেন অভিনেত্রী মনামী ঘোষ।

ভিটামিন এ,বি,সি,ডি,ই এর নাম তো আমরা সবাই শুনেছি কিন্তু ভিটামিন ‘এম’ এটা আবার কোন নয়া ভিটামিন?কি এর উপকারীতা?এটা নিয়ে প্রশ্ন করতেই খানিক হেসে ওঠেন ‘বেলাশেষে’র পিউ অর্থাৎ অভিনেত্রী মনামী ঘোষ রহস্য বজায় রেখে বলেন, ‘সবটাই জানাব। কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এটুকু বলতে পারি, এটা আমার নতুন একটা প্রোজেক্ট। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’

ইতি মধ্যেই ভিটামিন এম এর প্রচারে লেগে পড়েছেন বেলাশেষে’র ‘পলাশ’ওরফে  অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। ইনস্টাগ্রামে চোখ রাখলেই মিলবে তার নমুনা। একটি ভিডিয়ো তৈরি করেছেন অভিনেতা। সেখানে বলছেন, ‘ভিটামিন এম আমার চাই। কবে পাওয়া যাবে?’

এই ভিটামিনে সারবে নাকি মন খারাপ এটি জানা যায় অভিনেতার ইনস্টাগ্রাম এ পোস্ট করা একটি ভিডিয়ো থেকে।এই মোক্ষম দাওয়াই পেতে উতলা অনিন্দ্য। বলছেন, ‘এটা আমার আমার চাই! আমার মন মেজাজ খুব খারাপ। ভিটামিন এম আমার চাই।’

এই ভিটামিন এম এর রহস্য জানতে হলে করতে হবে আর কয়েকদিনের অপেক্ষা। খুব শীঘ্রই রহস্য ভেদ হবে এই ভিটামিন ‘এম’এর।

আপাতত শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি বেলাশেষে’র সাফল্যে ভাসছেন মনামী। প্রশংসিত হচ্ছে ‘পিউ’ এবং ‘পলাশ’ অর্থাৎ অনিন্দ্য এবং মনামী-র জুটি।

Leave a Comment