Shruti Das: মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে চান শ্রুতি দাস।

সিনেবাংলা ডেক্স:জি বাংলার (zee bangla) জনপ্রিয় “ত্রিনয়নী” ধারাবাহিক দিয়ে প্রথম পথ চলা শুরু অভিনেত্রী শ্রুতি দাসের(shruti das) । তারপর তিনি দেশের মাটি ধারাবাহিকে নোয়া চরিত্রে অভিনয় করেছেন। শ্যামলা গায়ের রঙের জন্য বারবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে কিন্তু তিনি থেমে থাকেনি নিজের লড়াই জারি রেখেছেন। তার অভিনীত ধারাবাহিক “ত্রিনয়নী” তামিল ভাষায় শুরু হচ্ছে।

যদি ও এই ধারাবাহিকে তিনি থাকছেনা তবু ও তার কথায় ” প্রথম কাজ সকলের কাছেই মনে রাখার মত হয়, আমার কাছে আমার কাজ খুব স্পেশাল। এই কাজটি আরো অনেক গুলো ভাষায় প্রকাশ হয়েছে। এই‌ ধারাবাহিকের সিজেন ২ আসলে তিনি আরো খুশি হবেন এই জানিয়েছেন তিনি। তার অনেক ভক্ত কমেন্ট বক্সে এই আবদার করেছেন। তাছাড়া গৌরবের সাথে তার কেমিস্ট্রিটাও ছিল দেখার মতো।

অভিনেত্রী জানিয়েছেন সম্প্রতি ইন্ডাস্ট্রিতে অন্য রূপে ফিরতে চান তিনি। তাই খলনায়িকার চরিত্রে অভিনয় করার জন্য তিনি অডিশন দিয়েছে তাতে তাকে রিজেক্ট করা হয়েছে।
তবে তার স্বপ্নের চরিত্র হল মহানায়িকা সুচিত্রা সেন (suchitra sen) । সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করার স্বপ্ন তার ছোটবেলা থেকেই ছিল। তার ড্রিম ক্যারেকটার মহানায়িকা সুচিত্রা সেন। কখনো যদি বায়োপিক হয় আর মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় কাজ পায়, তাহলে তার সব স্বপ্ন পূরণ হবে।

Leave a Comment