সিনে বাংলা ডেস্ক: প্রথমবার নতুন জুটিতে আসতে চলেছে “কুলের আচার” (KulerAchaar)। ছবিতে নতুন জুটি অর্থাৎ বিক্রম – মধুমিতা কে দেখা যাবে একে অপরের বিপরীতে। অন্যদিকে এই ছবির হাত ধরেই বহুদিন পর বড়ো পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)এবং তাঁর বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে ।
ছবিতে নব দম্পতির প্রীতম ও মিঠির চরিত্রে দেখা যাবে বিক্রম – মধুমিতা কে। ছবির গল্পটি হল এমন, মিঠি বিয়ের পর তার পদবী বদলাতে চাই না কিছুতেই। মিঠির মতে, তার আগের পদবীর সাথে জড়িয়ে আছে বাবা – মা, দাদু – ঠাম্মির স্মৃতি। তার এই মতামতের পাশে আছেন স্বামী প্রীতম।
তবে প্রীতমের মা অর্থাৎ মিঠির শাশুড়ি এবং শ্বশুর তা মানতে নারাজ। এবার শেষপর্যন্ত মিঠি কে বদলাতে হবে পদবী নাকি তার আগের পদবী নিয়েই সে চলতে পারবে, সেটাই দেখাবে “কুলের আচার” । তবে সম্প্রতি প্রকাশ্যে এলো ছবির নতুন গান “ভুল করেছে ভুল” । গানের কন্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী(Madhubanti Bagchi) এবং মাহতিম শাকিব(Mahtim Shakib)। এবং সাথে রয়েছে প্রসেন ও তার টীম। এই গানের মাধ্যমে ফুটে উঠবে মিঠি-প্রীতমের সাংসারিক ভাঙনের ছবি এবং মনে করতে দেখা যাবে তাদের পুরনো দিনের স্মৃতি গুলোকে। এই টক ঝাল মিষ্টি সব মিলিয়ে কুলের আচারের স্বাদ কেমন হবে তা ১৫ ই জুলাই প্রেক্ষাগৃহে ছবির মুক্তির পরই জানা যাবে।