সিনেবাংলা ওয়েব ডেস্কঃ টলিউডের(tollywood) নায়ক অঙ্কুশ(ankush) এখন কার প্রেমে পড়েছেন জানেন কি? আসুন আজ আমরা সেই কথা অঙ্কুশ-এর মুখ থেকেই জেনে নিই।
অঙ্কুশ বাংলার হার্টথ্রব(heart throb)। অনেক মেয়ছ তাকে হৃদয় দিয়ে বসে আছেন। কিন্তু তার হৃদয়টা তিনি কাকে দিতে চান সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং নায়ক। তিনি জানালেন কিছুদিন আগে হলে তিনি অনুষ্কা(anushka)-কে প্রপোজ করতেন। তবে বর্তমানে পরিস্হিতি বদলেছে। এখন তিনি কিয়ারা আদবানী-কে প্রপোজ করতে চান।
আসলে অঙ্কুশ-কে জিঞ্জাসা করা হয়েছিল যে তার ক্রাশ (crash) কে কাছে পেলে তিনি কি করবেন? সেই প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।