Aprajita Adhya:এবার রিয়েল লাইফেও বিবাহবার্ষিকী পালন করলেন লক্ষী কাকিমা!


সিনে বাংলা ডেস্ক: লক্ষী কাকিমা অর্থাৎ অপরাজিতা আঢ্য(Aprajita Adhya)-কে সকলেই চেনেন। তিনি তাঁর অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছেন। বর্তমানে তিনি ছোট পর্দার সাথে সাথে বড় পর্দায়ও কাজ করছেন। তাকে লক্ষী কাকিমা(Lokkhi Kakima) হিসেবেই বর্তমানে সকলে চেনেন।

তিনি তাঁর ২৫ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন তাঁর স্বামীর সাথে। তিনি কেক(cake) কেটে উদযাপন করলেন তাঁর ২৫ তম বিবাহবার্ষিকী। কিছুদিন আগেই তিনি ‘লক্ষী কাকিমা'(Lokkhi Kakima) ধারাবাহিকে পালন করেছিলেন নিজের রিল লাইফ(reel life)- এর বিবাহবার্ষিকী। পর্দাতেও রিয়েল লাইফ(reel life)- এর মতনই পালন করেছিলেন বিবাহবার্ষিকী।

তিনি টলিউড(Tollywood)- এর এক বিখ্যাত অভিনেত্রী। তিনি বেশিরভাগই মায়ের চরিত্রে অভিনয় করেন। আর দর্শকেরা তাঁর সকল চরিত্রকেই দর্শকেরা খুব ভালোবাসেন। তাঁর বর্তমানে একটি ছবিও মুক্তি পেতে চলেছে যার নাম ‘কলকাতা চলন্তিকা'(Kolkata Chalantika)। যেখানে দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy), কিরণ দত্ত(Kiran Dutta), সৌরভ দাস(Saurav Das), ঈশা সাহা(Isha Saha), খরাজ মুখোপাধ্যায়(Kharaj Mukhopadhay) এর মতো আরো অনেকে অভিনয় করেছেন।

Leave a Comment