লাইভ পারফরম্যান্সের সময় একী বললেন অরিজিৎ?
সিনে বাংলা ডেস্ক: অরিজিৎ সিং(Arijit Singh) ভারত বিখ্যাত গায়ক। তাঁর জনলাইভ পারফরম্যান্সের সময় একী বললেন অরিজিৎ?প্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি শুধু একজন ভালো গায়ক নয় ভালো মানুষও বটে।
লাইভ পারফরম্যান্সে এক বিশেষ ঘোষণা অরিজিতের
তবে তাকে নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। কিছুদিন আগেই তাঁর কনসার্ট(concert)- এর টিকিট(ticket)- এর দাম দিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। সম্প্রতি অরিজিৎ সিং(Arijit Singh) তাঁর একটি কনসার্ট(concert)- এ দর্শকের কাছে একটি আর্জি রেখেছেন। তিনি বলেছেন তিনি গরীব মানুষদের পাশে থাকতে চান এবং তাদের সাহায্য করতে চান। যার জন্য তিনি যথাসম্ভব চেষ্টা করছেন এবং দর্শকদের পাশে চাইছেন। তিনি কখনই দর্শকদের কাছ থেকে টাকা ডোনেশন(donation) চাইনি।
গরীবদের পাশে থাকতে চান অরিজিৎ সিং
এর আগেও তিনি তাঁর জন্মস্থান জিয়াগঞ্জ(Jiyaganj)-এর দুস্থ বাচ্চাদের জন্য ইংলিশ ক্লাস(English Class)-এর ব্যবস্থা করেছেন। এবার তিনি একটি স্কুল(school) খুলতে চেয়েছেন। সেই স্কুল(school) খোলার জন্য খরচা অনেক রয়েছে। আর সেটির জন্যই তিনি অর্থের ব্যবস্থা করছেন। তিনি সবসময় চান যেনো দর্শকেরা তাদের পাশে থাকেন।