মাত্র এগারো টাকায় গান গাইলেন অরিজিৎ সিং (Arijit Singh)
সিনে বাংলা ডেস্ক: অরিজিৎ সিং(Arijit Singh)-কে নিয়ে নতুনভাবে কিছু বলার নেই। তাঁর গানে মুগ্ধ সকলেই। শুধু গায়ক হিসেবেই নয় তিনি একজন ভালো মানুষও বটে। তাঁর প্রমাণ সবসময়ই পেয়ে থাকি আমরা। এবারো তিনি কতোটা ভালো মানুষ সেটার প্রমাণ পাওয়া গেলো।
‘মানবজমিন'(Manabjamin) ছবিতে গান গাওয়ার জন্য এগারো টাকা পারিশ্রমিক নিলেন অরিজিৎ সিং (Arijit Singh)
কিছুদিন আগেই তাঁর একটি গান মুক্তি পেয়েছিল। গানটি রামপ্রসাদের গান। যেটি কিছুদিনের মধ্যেই দারুণ জনপ্রিয় হয়েছে। ‘মানবজমিন'(Manabjamin) ছবির গান এটি। জানা গিয়েছে যে গানটি গাওয়ার জন্য তিনি নাকি কোনো পারিশ্রমিক নিতে চাননি। তাকে অনেকবার অনুরোধও করা হয়েছিল কিন্তু তিনি নেননি এবং বলেছিলেন যে তাঁকে বেশি নয় এগারো টাকা দিতে। পরে যদিও তিনি সেটি নেননি। তিনি একটি স্কুল(school)-ও চালান তিনি বলেছিলেন যে তাঁর সেই স্কুল(school)- এর বাচ্চাদের জন্য পুজোতে জামা কাপড় দিতে বলেছেন।
অরিজিৎ (Arijit) নিজেকে সবসময় সাধারণ মানুষ ভাবেন
তাঁর এই বক্তব্যে সকলেই মুগ্ধ হয়েছেন বাংলার জনগন। সকলেই তাঁর প্রশংসা করছেন। তাঁর এই বক্তব্য শুনে বোঝাই যায় যে তিনি নিজেকে কখনোই তারকা মনে করেন না। তিনি এতো বড় গায়ক হয়েও নিজেকে তাঁর শিকড়ের সাথেই যুক্ত রেখেছেন। সত্যিই তাকে দেখে সকলেরই অনেক কিছু শেখার রয়েছে।