Ashmita Chakraborty : জেনে নিন অস্মিতার ফিটনেসের রহস্য :

চিত্র: অস্মিতা

সিনেবাংলা ওয়েব ডেস্কঃ
আপনি কি ফিটনেস নিয়ে চিন্তিত! তাহলে একবার চোখ বুলিয়ে নিন অস্মিতা চক্রবর্তী-র ফিটনেস ট্রেনিংয়ে।

আপনারা কি জানেন উনি মধ‍্যরাতেও হাঁটেন!! সাম্প্রতিক কালে একটি রিলস্ (reals) সামনে এসেছে যেখানে ব‍্যাকগ্রাউন্ড-এ একজন অস্মিতাকে(Ashmita) হিন্দিতে জিজ্ঞেস করছেন, যে তিনি মধ‍্যরাতেও হাঁটছেন? জবাবে অভিনেত্রী বললেন, উনি ঘড়ি দেখে হাঁটতে বেরোন না। উনি হাঁটতে বেরোন নিজের মর্জি মতো। কারণ অস্মিতা যখন হাঁটতে বেরোন তখন সময় নয় সবাই নায়িকার ফিট বডি দেখেন। তাই তিনি যখন ইচ্ছে তখন হাঁটতে বেরোন। রিলস্ শেষ এখানেই।

তাহলে পাঠক বন্ধুরা বুঝতেই পারছেন হাঁটার মহিমা কত! হাঁটতে থাকুন, ফিট বডি বানাতে থাকুন। আপনারও অনুরাগী সংখ্যা বাড়বে খুব দ্রত তা অস্মিতার রিলস্ দেখেই স্পষ্ট।

Leave a Comment