সিনেবাংলা ডেস্ক:জি বাংলার এই নন -ফিকশন শো (Non -Fiction Show) -র সিজন ৯ শুরুর পর থেকে প্রায় প্রতি সপ্তাহে বাজিমাত করছে এই ধারাবাহিক । তার আসল কারণ হলো প্রতি পর্বেই থাকছে নানা চমক । এই ধারাবাহিক সঞ্চালনা করছেন সৌরভ গাঙ্গুলী ( sourav ganguly) ।
সম্প্রতি দাদাগীরির মঞ্চে ফাঁস হয়েছে সৌরভ গঙ্গুলি ডায়েট চার্ট। মিঠাই সিরিয়ালের কলাকুশলীদের সামনে তিনি বলেছেন নিচের ডায়েটের কথা।প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, অর্পিতা সৌরভকে বলছেন, “আমরা যতবারই দেখি তোমায়, সেই হ্যান্ডসাম…এত সুন্দর লাগে যে, সব ভুলে যাই। আমি তোমার থেকে ডায়েট জানতে এলাম।” একথা শুনে মহারাজের অকপট উত্তর, “আমার ডায়েট বলি, সকালে ঘুম থেকে উঠে সবুজ উচ্ছের জ্যুস। এছাড়া মাংস, চিকেন, ডিম, মিষ্টি, চকোলেট কোনওটাই খাই না। ব্যস…।”
দাদা বলেন রোজ সকালে করলার জুস খেয়ে তিনি এতটা স্বাস্থবান। তিনি দিয়েছেন নিজের খাদ্য তালিকা থেকে। গতবছর করনে আক্রান্ত হওয়ার পর হৃদপিন্ডের আর্টারিতে তিনটা ব্লক ধরা পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বেশ কিছু দিন হসপিটালে ভর্তি ছিলেন তিনি করতে হয়েছিল অ্যানজিওপ্লাস্টিও। 5 ই জুন দাদাগিরি গ্র্যান্ড ফিনালে। এই খবর শোনার পরই মুষড়ে পড়েছেন দাদাগিরি দর্শকেরা। দাদাগিরি সিজন নাইন এ সৌরভ গঙ্গোপাধ্যায় কে দেখা গেছিল নতুনভাবে। সঞ্চালনায় দেখা গিয়েছিল স্বতঃস্ফূর্ততা। পার্টিসিপেন্টদের সঙ্গে তিনি এসেছিলেন খুব সহজভাবে সবমিলিয়ে দাদাগীরি সিজন ৯ ছিল খুব জমজমাট।