Bhramastra: দক্ষিণ ভারতীয় খাবার কেনো খেলেন রণবীর কাপুর!

চিত্র:রণবীর কাপুর ও নাগার্জুন

সিনেবাংলা ওয়েব ডিস্ক : এবার রণবীর কাপুর(Rambeer kapoor) সহ টিম ‘ব্রম্ভাস্ত্র’ (Bhamastra) ছবির প্রচার করতে গিয়ে খেলেন দক্ষিণ ভারতীয় খাবার। আসলে দক্ষিণে যাতে এ ছবি ভালো ব‍্যবসা করতে পারে সেই চেষ্টায় ব‍্যস্ত টিম ‘ব্রম্ভাস্ত্র’।

চিত্র: রণবীর কাপুর

রণবীর কাপুরের বহু চর্চিত আপকামিং(upcoming) ছবি ‘ব্রম্ভাস্ত্র’। বিপরীতে রয়েছেন বর্তমানে তার সন্তান সম্ভবা স্ত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। আলিয়া ছবির প্রচারে অংশ নিতে না পারলেও উড বি পাপা (would be papa) রণবীর কাপুর কিন্তু ছবির প্রচারে কোনো ক্রুটি রাখেননি।

চিত্র: নাগার্জুন

বয়কট বলিউড (boycott Bollywood) ট্রেন্ডের(trand) মাঝে পরেও দমে যাননি রণবীর। তাই দক্ষিণে গিয়ে কলা পাতায় দক্ষিণের সুপারস্টার (super star) নাগার্জুন(nagarjun)-র সঙ্গে লাঞ্চ (lunch) সারলেন। এবার দেখার বিষয় এ ছবি রিলিজের (release) পর কতটা সাফল্য লাভ করতে পারে।

Leave a Comment