Bollywood: এ বছরের যে সকল ছবি ফ্লপ হয়েছে! জেনে নিন বিস্তারিত।

সিনে বাংলা ডেস্ক: দীর্ঘ অনেক বছর ধরেই হিন্দী সিনেমা(Hindi cinema)-র রমরমা। ভারতের সকল জনগণ বলিউড(Bollywood) অভিনেত্রী ও অভিনেতাদের ভক্ত। তাদের অভিনয়ও মুগ্ধ করবার মতো। কিন্তু এখন বলিউড(Bollywood)-র সময় মোটেও ভালো যাচ্ছে না। এখন প্রায় প্রত্যেকটি ছবিই সাফল্যের মুখ দেখতে পাচ্ছে না। সেগুলোর মধ্যে কোন কোন ছবি রয়েছে আসুন দেখে নেওয়া যাক।

সম্প্রীতি মুক্তি পাওয়া আমির খান(Amir Khan)-র ছবি ‘লাল সিংহ চাড্ডা'(Laal Singh Chadda)। এই ছবিটি মুক্তির আগেই দর্শকের বয়কট(boycott) হ্যাশট্যাগ(hashtag) প্রচন্ড ভাইরাল(viral) হয়েছিল। ৮০ কোটি টাকা দিয়ে তৈরী হওয়া ছবিটি ৫০ কোটিও কামাতে সক্ষম হয়নি। এই ছবিতে আমির খান(Amir Khan)- এর বিপরীতে দেখা গিয়েছে করিনা কাপুর(,Kareena Kapoor)-কে। তাঁর উপস্থিতি সত্বেও শেষরক্ষা হয়নি ছবিটির। এর পর রয়েছে অক্ষয় কুমার(Akshay Kumar)- এর ‘সম্রাট পৃথ্বীরাজ'(Samrat Prithviraj) ছবিটি। ছবিটি হিন্দু সম্রাট পৃথ্বীরাজ(Hindu Samrat Prithviraj)-এর উপর তৈরী হয়েছে। ২০০ কোটি বাজেট(budget)- এ তৈরী হয়েছিল ছবিটি। কিন্তু ৬২.৩০ কোটি টাকাই কামাতে পেরেছিল। এই ছবিতে অক্ষয় কুমার(Akshay Kumar), মানসী চিল্লার(Manushi Chillar), সনু সুদ(Sonu Sudh) এবং সঞ্জয় দত্ত(Sanjay Dutt)& এর মতো অভিনেতারা থাকা সত্বেও খুব একটা ভাল ফল করতে পারেনি ছবিটি।

এরপর আসে ‘রানওয়ে ৩৪'(Runaway 34)। যেখানে অজয় দেবগন(Ajay Devgan), রাকুল প্রীত(Rakul Preet), অমিতাভ বচ্চন(Amitabh Bacchan) এর মতো আরো অনেককে দেখা গিয়েছিল। এই ছবিটির ডিরেকশনও অজয় দেবগন করেছেন। এই ছবিটি করতে খরচ হয়েছিল ৬৫ কোটি যার মধ্যে ২৯ কোটি টাকাই কামাই করতে সক্ষম হয়েছিল ছবিটি। এরপর রয়েছে ‘বাধাই দো'(Badhai Do)। ছবিতে রাজকুমার রাও(Rajkumar Rao) এবং ভূমি পেন্ডেকর(Bhumi Pendekar) মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটির বাজেট ছিল ৩৫ কোটি কিন্তু ছবিটি ২০ কোটিও কামাতে পারেনি। এই ছবিটি যারা বানিয়েছিলেন তাদের ৪৫% এর লোকসান হয়েছিল। এরপর রয়েছে অমিতাভ বচ্চন(Amitabh Bacchan)- এর ‘ঝুন্ড’ (Jhund) ছবিটি। ৩০ কোটির মধ্যে ১৩ কোটিই কামাতে পেরেছিল ছবিটি। ছবির নির্মাতাদের ৫৭% এর লোকসান হয়েছিল। এর পর রয়েছে ‘বচ্চন পান্ডে'(Bacchan Pandey)। ১৬৫ কোটি দিয়ে বানানো ছবিটি কিন্তু ৫০ কোটি টাকাই কামিয়েছিল। ছবির নির্মাতাদের ৭০% এর লোকসান হয়েছিল। এরপর রয়েছে টাইগার শ্রফ(Tiger Shrof)- এর ‘হিরোপান্তি ২'(Heropanti 2)। এটিও বক্স অফিস(box office)- এ সাফল্য অর্জন করতে পারেনি। ৮৫ কোটির মধ্যে শুধু ২৪ কোটিই কামাতে পেরেছিল ছবিটি। ৬০ কোটির মতো টাকা ডুবে গেছে নির্মাতাদের। এরপর রয়েছে জন আব্রাহাম(জন আব্রা)- এর ‘অ্যাটাক'(Attack) ছবি। যদিও তাঁর সব ছবিই হিট(hit) হয় কিন্তু এই ছবিটি ফ্লপ(flop) হয়েছে। এরপর রয়েছে ‘জার্সি'(Jersey) ছবিটি। এই ছবিটিও বক্স অফিস(box office)- এ সাফল্য করতে পারেনি। এরপর রয়েছে ‘গেহরাইয়া'(Gehraiyan)। যেই ছবিতে দীপিকা পাড়ুকোন(Deepika Padukone), অন্যন্যা পান্ডে(Ananya Pandey)- এর মতো অনেকেই ছিল কিন্তু তথাপিও ছবিটি ফ্লপ(flop) হয়েছে।

Leave a Comment