আবারো চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-র ‘হাওয়া’ আসছে কলকাতা (Kolkata)-য়
সিনে বাংলা ডেস্ক: চঞ্চল চৌধুরী(Chanchal Chowdhury) বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। তাঁর অভিনয়ে মুগ্ধ শুধু বাংলাদেশের জনগণ নয় আমাদের দেশের জনগণও। তাঁর প্রতিটি ছবিও দারুণ জনপ্রিয় হয়।
কারাগার ১'(Karagar 1)’- এর সাফল্যের পর আসছে ‘কারাগার সিজন ২'(Karagar season 2)
‘কারাগার'(Karagar) সিরিজ (series) থেকে হাওয়া সকল ছবিই দারুণ হিট(hit)। সম্প্রতি ‘কারাগার ২'(Karagar)- র ট্রেইলার(trailer) ও মুক্তি পেয়ে গেছে। সিজন ১(season 1)- এর মত সিজন ২(season 2)- এর প্রতিও দর্শকদের আগ্রহের শেষ নেই। আশা করা হচ্ছে যে এই সিজন(season)-টিও আগের সিজন(season)- এর মতো ভালো হবে।
কলকাতায় আবারও মুক্তি পাচ্ছে ‘হাওয়া'(Hawa)
কিছুদিন আগেই চঞ্চল চৌধুরী(Chanchal Chowdhury)-র ‘হাওয়া'(Hawa) ছবিটি নন্দন(Nandan)- এ মুক্তি পেয়েছিল। যেই ছবিটি দেখার জন্য দর্শকদের লাইন লেগেছিল। কিন্তু সকল দর্শকেরা সেই সময় সুযোগ পান নি। এবার সকলের ইচ্ছে পূরণ হতে চলেছে। এবার আগামী ১৬ ডিসেম্বর(16 Decembar)- এ কলকাতা(Kolkata)-য় মুক্তি পাচ্ছে ‘হাওয়া'(Hawa) ছবিটি। ছবিটি এখন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে।