কোন কোন প্রতিযোগীরা থাকছে ফাইনালে(final)-তে?
সিনে বাংলা ডেস্ক: স্টার জলসা(Star Jalsha)-র অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘ডান্স ডান্স জুনিয়র’-এর (Dance Dance Junior Season 3) । অনেকদিন ধরেই চলছে শো(show)-টি। শো(show)-টি ধীরে ধীরে ফাইনাল(finale)- এর দিকে এগোচ্ছে। সামনেই রয়েছে সেমিফাইনাল উইকেন্ড(semi-finale weekend)-এর এরপরই হবে গ্র্যান্ড ফিনালে(grand finale)- এ। গ্র্যান্ড ফিনাল(finale)- এর জন্য দারুণ প্রস্তুতি চলছে।
ফাইনালে থাকছে ছয়জন প্রতিযোগী
৬ প্রতিযোগী ফাইনাল(finale)- এ জেতার লড়াই করবে। সেই প্রতিযোগীদের মধ্যে রয়েছে সমৃদ্ধি(Samriddhi), কথাকলি(Kathakali), অনুষ্কা(Anushka), চিত্রিতা(Chirita), আরোহী(Arohi) এবং আনন্দ(Anand) । সেখানে সেরার সেরা হবার প্রতিযোগিতা চলবে। এটিও শোনা যাচ্ছে যে এই বছরের সবচেয়ে বড় কার্নিভ্যাল(biggest carnival) হতে চলেছে এটি। এই বছর আগস্ট(August) মাসেই শুরু হয়েছিল শো(show)-টি। এরপর প্রতিযোগিরা নিজের দারুণ প্রতিভা দিয়ে সকলের মন জয় করেছে।
জমজমাট ফাইনালে হতে চলেছে
এই শোয়ে বিচারকের আসনে রয়েছে টলিউড সুপারস্টার দেব (Dev), অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh) এবং রুক্মিনী মৈত্রকে (Rukmini Maitra) । গ্র্যান্ড ফিনাল(grand finale)- এতে যীশু সেনগুপ্ত (Jishu Sengupta) ও ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) থাকছেন। এরপর দুই খুদে সঞ্চালক তো রয়েছেই। আগামী ৩১ শে ডিসেম্বর(31st December) ও ১ জানুয়ারি(1 st January)-তে গ্র্যান্ড ফাইনাল(grand finale) অনুষ্ঠিত হতে চলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে দারুণ উত্তেজনা থাকছে শো(show)-টিতে।