কিসমিসের গানে দেবের ভুলে রেগে গেলেন রুক্মিণী ! ভাইরাল ভিডিও

Cinebangla Desk:সম্প্রতি টলিউড (tollywood)কাপাচ্ছে দেব ও রুক্মিণীর অভিনীত কিসমিস। গত 29 শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব (Dev)রুক্মিণী (Rukmini)অভিনীত কিসমিস এবং এই ছবির নেপথ্যে বিভিন্ন মজাদার ঘটনা রয়েছে তারই এবং তাঁরই এক ঝলক দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা দেব। দেব রুক্মিণী জুটি দর্শকদের খুবই পছন্দের। বিভিন্ন জায়গায় একসাথে ধরাও দেন তারা। সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ থাকেন দুজনেই।অনস্ক্রিন তো বটেই অফস্ক্রিন তাদের কেমিস্ট্রি বেজায় চর্চিত।

সম্প্রতি দেব ইনস্টাগ্রাম প্রোফাইল এর একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে রুপোলি শাড়ি এবং হীরের গয়না অপরুপা রুক্মিণী। মাথায় বোঝা রয়েছে সাদা গোলাপ। নিজেকে সামলাতে না পেরে পেছন থেকে রুক্মিণী কে এসে জড়িয়ে ধরতেই হঠাৎ ছন্দপতন। কাধেঁর কাছে মুখ আনতেই হেঁচে ফেললেন দেব। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যাচ্ছে এটি একটি ফটোশুটের ব্যাকগ্রাউন্ড। এবং এই ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না অভিনেত্রী রুক্মিণী। রুক্মিণী তো রেগেই আগুন। এই দেখে হেসেই অস্থির ভক্তগণ।

অসংখ্য মানুষ দেখেছেন এই ভিডিও লাইক(like) করেছেন কমেন্ট বক্স(comment box) ভরিয়ে দিয়েছেন মজার কমেন্টে। দেব এবং রুক্মিণী কে তাদের ব্যক্তিগত জীবনের বিষয়ে প্রশ্ন করা হলে রুক্মিণী বলেন দেব তার অত্যন্ত কাছের বন্ধু, অন্যদিকে দেব ও যেন নিজের সমস্ত ভার রুক্মিণীর ওপর দিয়ে বেজায় নিশ্চিন্ত। যেন দুজন দুজনের মধ্যে উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছেন। এর আগেও বহু ছবিতে একসঙ্গে জোট বেঁধেছে দেব রুক্মিণী এবং সেখান থেকেই তাদের প্রেমের শুরু। এরপর দীর্ঘ কয়েক বছর হলো তারা প্রেমের সম্পর্কে রয়েছেন।

Leave a Comment