বিভিন্ন বয়সের চার জুটির গল্প নিয়ে আসছে ‘দিলখুশ’
সিনে বাংলা ডেস্ক: নতুন বছরে আসছে নতুন ছবি। এই ছবিতে প্রথমবারের মতো একসাথে দেখা যাবে মধুমিতা সরকার(Madhumita Sarkar) ও সোহম মজুমদার(Soham Majumder)-কে। ছবিটির নাম হল ‘দিলখুশ'(Dilkhush)। ছবিটির পরিচালক হলেন রাহুল মুখোপাধ্যায়(Rahul Mukherjee)। ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গিয়েছে ছবির পোস্টার(poster)। আগামী বছরের জানুয়ারি(January) মাসে মুক্তি পেতে চলেছে ছবিটি।
কারা কারা থাকছেন ছবিতে?
নির্ভেজাল ভালোবাসার সম্পর্ক নিয়ে তৈরী হয়েছে ছবিটি। গল্পটি হল চারটি বিভিন্ন বয়সের জুটির। মধুমিতা(Madhumita) ও সোহম(Soham) ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়(Poran Bandhopadhyay), অনুসূয়া মজুমদার(Anusuya Majumder), খরাজ মুখার্জী(Kharaj Mukherjee), অপরাজিত আঢ্য(Aprajita Adhya), উজান চট্টোপাধ্যায়(Ujan Chatterjee) ও ঐশ্বর্য্য সেন(Aishwarya Sen)। পরাণ বন্দ্যোপাধ্যায়(Poran Bandhopadhyay)-এর বিপরীতে থাকছেন অনুসুয়া মজুমদার(Anusuya Majumder)। অন্যদিকে খরাজ মুখার্জী(Kharaj Mukherjee)-র বিপরীতে থাকছেন অপরাজিত আঢ্য(Aprajita Adhya)। এবং উজান চট্টোপাধ্যায়(Ujan Chatterjee)- এর বিপরীতে থাকছেন ঐশ্বর্য্য সেন(Aishwarya Sen)। এছাড়াও রয়েছেন আরো অনেকে।
কেক মিক্সিং সেরেমনি(cake mixing ceremony)-তে ‘দিলখুশ'(Dilkhush) ছবির পোস্টার রিলিজ(poster release)
রাহুল মুখোপাধ্যায়(Rahul Mukherjee)- এর ‘কিশমিশ'(Kishmish) পরিচালনা করেছিলেন। যেটি দর্শকেরা দারুণ পছন্দ করেছিল। সম্প্রতি ছবির গোটা টিম(team) এক কেক মিক্সিং সেরেমনি(cake mixing ceremony)-তে গিয়েছিলেন। এর সেখানেই ছবির পোস্টার(poster) প্রকাশ্যে এনেছেন। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন নীলায়ন চট্টোপাধ্য়ায়(Nilayan Chatterjee)। সিনেম্যাটোগ্রাফি(cinematography) করছেন মধুরা পালিত(Madhura Palit)। ছবির সম্পাদনায় রয়েছেন শর্মিষ্ঠা চক্রবর্তী(Sharmistha Chakraborty)। ছবিটি ২০ জানুয়ারি এসভিএফ(SVF)- এর ব্যানার(banner)- এ মুক্তি পেতে চলেছে।