সিনে বাংলা ডেস্ক; টলি ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) । ছোটো পর্দার পর বড়ো পর্দাতেও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। অভিনেত্রী মেকআপ করতে ও নতুন নতুন ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট কিনতে খুব ভালোবাসলেও নাম মাত্র মেকআপ করতেই পছন্দ করেন তিনি । স্বস্তিকা তার জীবনে নানারকম মেকআপ হ্যাকস্ও ট্রাই করেন। রেনে কসমেটিক্স শপের উদ্বোধনে এসে এমনই একটি হ্যাকস্ এর কথা জানিয়েছেন তিনি।
মেকআপ করতে ও নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে খুব ভালোবাসলেও নাম মাত্র মেকআপ করতেই পছন্দ করেন তিনি। কাজের জন্য নিয়মিত তাকে মেকআপ করতে হয় সেটাও তিনি নিজে করেন এখন। এছাড়া অন্য সময় বিনা মেকআপ লুকেই কাটিয়ে দেন স্বস্তিকা। এমনকি একটি গোটা ওয়েব সিরিজের শুটিং তিনি বিনা মেকআপ – এই করে ফেলেছেন।
রেনে কসমেটিক্স শপ এর উদ্বোধনে এসে অভিনেত্রী জানিয়েছেন তার নিজের জীবনে প্রয়োগ করা একটি মেকআপ হ্যাকস্। আইলাইনার পরতে না পারায় চামচ দিয়ে আইলাইনার পরেন অভিনেত্রী। এমন আরও কিছু মেকআপ হ্যাকস্ তিনি নিজের জীবন প্রয়োগ করেছেন।
রেনে কসমেটিক্স শপ এর উদ্বোধনে এসে অভিনেত্রী জানিয়েছেন তার নিজের জীবনে প্রয়োগ করা একটি মেকআপ হ্যাকস্। আইলাইনার পরতে না পারায় চামচ দিয়ে আইলাইনার পরেন অভিনেত্রী। এমন আরও কিছু মেকআপ হ্যাকস্ তিনি নিজের জীবন প্রয়োগ করেছেন।
মেকআপ এর প্রতি ভালোবাসা থাকলেও এর মধ্যে একটি সরঞ্জামকে তিনি খুব ভয় পান। পুরানো একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মাস্কারা কার্লারকে তিনি ভয় পান।
রেনে কসমেটিক্স শপ এর উদ্বোধনে এক সংবাদ মাধ্যমের মাধ্যমে অভিনেত্রী তার ভক্তদের উদ্দেশ্য জানিয়েছেন, সাজুন, সাজান। নিজের ত্বকের যত্ন নিন।”