Durnibar-Minakshi : পরকীয়ার জন্য বিয়ে ভাঙছে মীনাক্ষি ও দুর্নিবারের?

Cinebangla Desk:সংগীত জগতে কান পাতলেই এখন শোনা যাচ্ছে একজোড়া নাম, দূর্নিবার-মিনাক্ষী। ২০১৭ -তে আইনিভাবে বিয়েটা হয়ে গেলেও‌ সামাজিক বিয়েটা হয় চার বছর পর অর্থাৎ ২০২১ সালে। বেশ ধুমধাম করে সমস্ত আচার অনুষ্ঠান মেনেই হয়েছিলো তাদের বিয়েটা। এই বিয়েতে উপস্থিত ছিলো সংগীত জগতে থেকে শুরু করে চলচ্চিত্র জগতের নানা স্বনামধন্য লোকজন।

তবে সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদের কথা শোনা যাচ্ছে। তার ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, দূর্নিবার সাহা নাকি জড়িয়ে পড়েছেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে। আর জেরেই হয়তো এই বিবাহ বিচ্ছেদ। সম্প্রতি তাকে ফোন করলে বেশীরভাগ সময়ই শোনা যেতো ‘বিজি’। এই নিয়ে সংবাদ মাধ্যমের সন্দেহ তৈরি হলেও, প্রমাণের অভাবে প্রকাশ্যে আসেনি তা।

এবিষয়ে মিনাক্ষীকে প্রশ্ন করা হলে তিনি একেবারেই নিশ্চুপ রয়েছেন।

Leave a Comment