Encrypted web series Review
Cinebangla Desk:মনে আছে সেই ব্লু হোয়েল গেম কিংবা মোমো আতঙ্কের কথা। এবার klilk ott প্লাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ এনক্রিপটেড যা নিছক কোনো সামাজিক গল্প না ,এই ওয়েব সিরিজ আপনায় মনে করিয়ে দেবে বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া মোমো,ব্লু হোয়েল এর মতো আতঙ্কের কথা।
এবারে আসা যাক এই ওয়েব সিরিজের গল্পে, অজানা কোন এক ডার্ক ওয়েব এর অ্যাপের মাধ্যমে তছনছ হয়ে যাচ্ছে বহু জীবন। এই গল্পের চরিত্র তানিয়ার সদ্য ব্রেকআপ হয়, এবং এই বেকাপের কারণে সে বেশ কিছুটা ভেঙে পড়ে এবং মাদকাসক্ত হয়ে ওঠে। এবং এই মাদকাসক্ত হয়ে ওঠার পরে তার দরকার হয় প্রচুর অর্থের। এবং এই অভাব মেয়েটা ঠিক তানিয়া খুঁজতে থাকে আয় করার সহজ রাস্তা। সেই সময় সে খোঁজ পায় ডার্ক ডেয়ার নামক একটি অ্যাপ্লিকেশনের। এই অ্যাপ তাদের ব্যবহারকারীদের নানারকম ডেয়ার দিত এবং তা ঠিকঠাকভাবে করে সেই অ্যাপে ভিডিও আপলোড করতে পারলে মিলতো অনেক টাকা। তানিয়া সেই অ্যাপ তার মাদকের খরচা চালানোর জন্য ব্যবহার করে থাকে এবং সে কারণে সে ফেসে যায় তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুনের একটি কেসে।
এদিকে তানিয়ার দিদি দিয়া জয়েন করে একটি আইটি কোম্পানিতে। এবং সেই কোম্পানিতে তার সহকর্মী হিসেবে ছিলেন তার তানিয়ার এক্স। যাকে ও পরবর্তীকালে তাকেও এই ডার্ক ডেয়ার অ্যাপ এর জন্য খুন হতে হয়। এবং তানিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে সঙ্গে সঙ্গে তার দিদি দিয়া কেউ খুন করার চেষ্টা করা হয়।
কিন্তু কেন পৃথিবী ছাড়তে হলো তানিয়া এবং তার এক বয়ফ্রেন্ড কে? কেনই বা হল দিয়ার উপর অ্যাটাক? কারা আছে এই ডার্ক দেয়ার অ্যাপের পিছনে! শেষ অব্দি কি তারা সত্যিই ধরা পড়বে ? নাকি আসল অপরাধী থেকে যাবে অন্ধকারই! এই সমস্ত কিছু আপনার মনে তৈরি করবে টানটান উত্তেজনার।
এই সিরিজে তানিয়ার চরিত্রে অভিনয় করেছে ঐশ্বর্য সেন। ঐশ্বর্য তার অভিনয় দক্ষতার মাধ্যমে তানিয়া চরিত্রটি কে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। যা দর্শকদের মনে জায়গা করে নেবেই। এছাড়াও তানিয়ার দিদি অর্থাৎ দিয়া চরিত্রে অভিনয় করা পায়েল সরকারের বরাবরই অভিনয় দক্ষতা অতুলনীয় এবং যার ফলে এই দিয়া চরিত্র সে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। দিয়ার বসের চরিত্রে অভিনয় করা রানা বাসু ঠাকুর তার চরিত্র ফুটিয়ে তুলতে প্রচণ্ডভাবে সক্ষম।
আরও পড়ুন:অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে এল এনক্রিপটেডের মোশন লোগো ! https://cinebangla.in/encrypted-motion-logo-in-front-of-the-end-of-the-wait/
তাছাড়া পুলিশের চরিত্রে অভিনয় করা রিচা শর্মা, অমিতাভও আচার্য তাদের অভিনয়ের মাধ্যমে এই ওয়েব সিরিজটিকে আরো প্রাণবন্ত করে তুলেছেন।
এই ওয়েব সিরিজে আর এক পুলিশ এবং আপনি ভিলেনও বলতে পারেন এমন এক চরিত্রে অভিনয় করেছেন রানা মুখার্জী। এবং তার অভিনয় দক্ষতা পুরো ওয়েব সিরিজ দিয়ে আপনার মনে আলোড়ন সৃষ্টি করবে।
আরো পড়ুন:Ranita Das: জীবনের নতুন কোন অধ্যায়ের সূচনা করলেন অভিনেত্রী রনিতা দাস(Ranita Das)! https://cinebangla.in/actress-ronita-das-has-done-a-new-chapter-in-her-life/
ক্যাকটাস ব্যান্ড দ্বারা গাওয়া এই ওয়েব সিরিজের গান ভরসা রেখো। তোর চোখ এবং শ্রোতারা এই গানটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। যার ফলে এই গানটি ১০ মিলিয়ন ভিউস কমপ্লিট কিছুদিন আগে। এই গানটি বেশ মোটিভেশন যুক্ত একটি গান।
এই ওয়েব সিরিজ নিয়ে এখনো অব্দি আপনার মনে যা যা প্রশ্ন তৈরি হয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে, আপনার মনে তৈরি উত্তেজনা দূর করতে এবং একটি ভালো এবং অন্য ধারার বাংলা ওয়েব সিরিজ উপভোগ করতে চাইলে আপনার অবশ্যই ক্লিক ওটিটি প্লাটফর্মে গিয়ে দেখে আসতে হবে সৌপ্তিক চক্রবর্তী এবং রনিতা দাস পরিচালিত ওয়েব সিরিজ এনক্রিপটেড।
আরো পড়ুন:Swastika Dutta:টেলিভিশন ছেড়ে এবারে ওয়েব সিরিজে স্বস্তিকা দত্ত https://cinebangla.in/actress-swastika-dutta-now-in-web-series-actress-swastika-dutta-make-her-debut-in-web-series/
সিনেবাংলা ডট ইন কলা কুশলীদের অভিনয় , এবং ওয়েব সিরিজের গল্পের ভিত্তিতে এই ওয়েব সিরিজ টিকে ফাইভ স্টার এর মধ্যে ফোর পয়েন্ট ফাইভ রেটিং দিচ্ছে।
1 thought on “Encrypted Review: খুন করার প্রচেষ্টা পায়েল সরকারকে! কেমন হলো ওয়েব সিরিজ এনক্রিপটেড”