মা হলেন অভিনেত্রী জাগৃতি গোস্বামী(Jagriti Goswami)!
সিনে বাংলা ডেস্ক: টলি পাড়ায় আবারো আনন্দের খবর। মা হলে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী(Telivision Actress) জাগৃতি গোস্বামী(Jagriti Goswami)৷কিছুদিন আগেই তিনি নিজের বেবি বাম্প(baby bump)-এর ছবি সোশ্যাল মিডিয়া(social media)-য় শেয়ার(share) করেছিলেন। এখন তিনি হাসপাতাল থেকে নিজের, নিজের স্বামীর ও সন্তানের ছবি শেয়ার করেছেন। তিনি মা হতে পেরে খুবই আনন্দিত।
একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন জাগৃতি (Jagriti)
জাগৃতি(Jagriti) অনেকগুলো বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। যেগুলোর মধ্যে ‘ভানুমতির খেল'(Bhanumatir Khel), ‘কাদম্বিনী'(Kadambini), ‘আমার দূর্গা'(Amar Durga), ‘সর্বজয়া'(Sarbajaya), ‘রানি রাসমণি'(Rani Rasmoni)- এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। মাঝখানে যদিও তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন।
তাঁর মা হওয়ার খবরে আনন্দিত তাঁর অনুরাগীরা
দর্শকেরা অনেকেই তার কারণ জানতেন না। তবে আজ এই সুখবরটি পাওয়ার পর কারণটা পরিষ্কার হয়ে গিয়েছে।অভিনেত্রীর এই খবরটি শুনে তাঁর পরিবারের সদস্য থেকে তাঁর অনুরাগীরা খুব খুশি হয়েছেন। সকলেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন দিয়েছেন।