Fugla: নিজের পছন্দের অভিনেতার ডায়ালগে অভিনয় করে দেখালেন ফুগলা!

সিনে বাংলা ডেস্ক: ছোট ফুগলা(Fugla)-র দুষ্টুমিতে সকলেই মুগ্ধ। তাকে সবসময়ই নানারকম ভিডিও(video) সামনে এসেই চলেছে। কখনো সে হোমওয়ার্ক(homework) করতে চান না আবার কখনো নানারকম গান গায়।

এবার তাঁর আরো একটি ভিডিও(video) দারুণ ভাইরাল(viral) হচ্ছে। যেখানে সে দেব(Dev)- এর ডায়ালগ(dialouge) নকল করে বলছেন “এমনিতে আমি কারোর গায়ে হাত দিই না কিন্তু হাত একবার চললে চলতি কা নাম গাড়ি”। যেটি দেখে বোঝাই যাচ্ছে যে সে দেব(Dev)- এর বিরাট বড় ভক্ত।

তিনি বয়সে ছোট হওয়া সত্বেও তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছে। এসভিএফ(SVF)- এর আন্ডার(under)- এ জমিয়ে অভিনয় করছে সে। তাঁর বাড়ি গ্রামে। তাঁর বাবা মা ক্যামেরা(camera) বা ভিডিও(video) সম্বন্ধে কিছু জানেন না। তাকে যে আণ্টি(aunty) পড়াতেন তিনিই তাঁর বিভিন্ন ভিডিও(video) করেন এবং এরপর হঠাৎই সে বিখ্যাত হয়ে ওঠে।

Leave a Comment