Mithai: গুলিবিদ্ধ মিঠাই, নতুন প্রোমো দেখে চমকিত সকলে

টলিপাড়ার (Tollywood) এই মুহূর্তে সিরিয়াল (serial) গুলির মধ্যে জনপ্রিয়তার (popular) নিরিখে এতদিন এক নাম্বারে ছিল মিঠাই (Mithai)। তবে বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি (TRP) তালিকায় প্রথমের শিরোপা বজায় রাখতে পারেনি তারা। এক ধাক্কায় টিআরপি (TRP) পিছিয়ে এসেছে এক নাম্বার থেকে ৫ নাম্বারে। তবে ব্যর্থতার কারণ হিসেবে সিদ্ধার্থ (Sidhhartha) আর মিঠাই (Mithai) এর ব্যক্তিগত জীবনের টানাপোড়ানকেই দায়ী করছে অনেকে। ভাবা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে টানাপোড়নের প্রভাব পড়েছে সিরিয়ালটির উপরে।

দুরকম দুটি মানুষ সিদ্ধার্থ আর মিঠাই সিদ্ধার্থ। একটা সময় তারা একে অপরের প্রেমে পড়ে এবং এই নিয়েই আবর্তিত হয় ধারাবাহিকের গল্প। তবে সম্প্রতি তাদের প্রেম প্রেম বাদ দিয়ে অন্যান্য আনুষঙ্গিক ঘটনা দেখাতেই মত্ত ছিলেন ডিরেক্টর। মনে করা হচ্ছে এই কারণেও টিআরপি লিস্ট থেকে কিছুটা পিটিয়ে পিছিয়েছে কারণ তাদের এই প্রেম দেখতেই বেশি আগ্রহ বোধ করত দর্শকরা। ওদিকে রুদ্র ও নিপার প্রেমের দেখানোও বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল।

https://www.instagram.com/tv/CgD00NrIGRe/?igshid=YmMyMTA2M2Y=

ওদিকে সমরেশ ও অনুরাধার বিয়েটাকেও খুব একটা ভালোভাবে নেননি দর্শকেরা।

বেশ কিছুদিন ধরেই আসছিল না মিঠাইয়ের কোনো প্রোমো। এই নিয়ে দর্শকরা বারবার প্রশ্ন তুললেও মিলছিলো না কোনো‌ সদুত্তর। সম্প্রতি জি বাংলা তাদের অফিসিয়াল পেজে আপলোড করেছে মিঠাইয়ের নতুন ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে রুদ্র নিপার বিয়ের দিনে হঠাৎ করে জেল থেকে ফিরে এসেছেন ওমি আগারওয়াল। সিদ্ধার্থ যখন রুদ্র এবং নিপাকে তাদের উপহার হিসেবে হানিমুনে টিকিটটা গিফট করে, ঠিক তখনই আগারওয়াল জেল থেকে ফিরে এসে সিদ্ধার্থকে গুলি করে মারে মারার চেষ্টা করে এবং মিঠাই সেটি দেখতে পেয়ে সিদ্ধান্তকে সরিয়ে দিলে গুলিটা এসে লাগে মিঠাইয়ের গায়ে। এবং সিদ্ধার্থ মিঠাইকে কোলে নিয়ে কাঁদতে থাকে।

এই প্রোমোটি প্রকাশিত হওয়ার পর মিঠাই সিরিয়ালের টিআরপি বাড়বে বলেই আশা রাখতে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা।

Leave a Comment