Hardik Pandya:খুশির খবর এলো হার্দিক পান্ডিয়ার পরিবারে!বাবা হলেন তার ভাই কুরনাল

Krunal Pandya& Pankhuri Sharma Baby

cinebangla desk:হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)ভাই ক্রুনাল পান্ডিয়ার কে আমরা সবাই চিনি। হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া(Krunal Pandya) কে ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচতি।ক্রুনাল পান্ডিয়ার স্ত্রী পানখুরি শর্মা(Pankhuri Sharma) সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। তিনি ফিল্ম মার্কেটিংয়ের কাজ করেন। ক্রুনাল ও পানখুরি বহুদিনের ভালো বন্ধুত্ব ছিলেন। ২০১৭ সালে ২৭ ডিসেম্বর বন্ধনে আবদ্ধ হন। এবং তাদের সুখী দম্পতির তকমা দেয়া হয়।

kunal pandya & pankhuri sharma weeding photo
Picture : kunal pandya & pankhuri sharma weeding photo

” ক্রুনাল পান্ডিয়া বাবা হয়েছে” ভারতের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া ও তার স্ত্রী পানখুড়ি শর্মা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তার নাম রেখেছে “কবির ক্রুনাল পান্ডিয়া”(kavir krunal pandya)।কবির নামটি মানে হলো “সূর্য”।

Pankhuri & Krunal's Son
Picture : Pankhuri & Krunal’s Son

ক্রুনাল পান্ডিয়া ও পানখুরি নিজেই সোশ্যাল মিডিয়াতে এত বড় খুশির খবর জানান। এই খুশির খবরটি শুনে ইতিমধ্যে ক্রিকেট মহল শুরু করি বহু মানুষের ভালোবাসা পেয়েছেন তারা।

ক্রুনাল পান্ড্যকে শেষবার আইপিএলে রানার্স
আপ লখনউ সুপার জায়ান্টের হয়ে তার ভাই,
হার্দিক পান্ড্য, শিরোপা জয়ী গুজরাট
টাইটান্স দলের অধিনায়কের সাথে খেলতে দেখা
গিয়েছিল।

Leave a Comment