Arpita Mukherjee; অভিনেত্রী হিসেবে কেমন ছিলেন অর্পিতা? শুনে নিন পরিচালকের মুখ থেকে।

সিনে বাংলা ডেস্ক; এই মুহূর্তে সংবাদ মাধ্যমের শিরোনামে একটাই নাম অর্পিতা মুখার্জি(arpita mukherjee)। ৮থেকে ৮০সবার মুখে একটাই কথা কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে অর্পিতা মুখার্জির বাড়ি থেকে। এই নিয়ে সবার মনে হাজার কৌতূহলের প্রশ্ন জেগেছে। কিন্তু কেমন অভিনেত্রী (actress) ছিলেন অর্পিতা জানেন কি?

বেশ কয়েকটি সিনেমা করেছেন অর্পিতা মুখোপাধ্যায়।বনি সেনগুপ্তের (Boni sengupta)বাবা পরিচালক অনুপ সেনগুপ্তের(Anup Sengupta) সঙ্গে তিনি তিনটি সিনেমাতে কাজ করেছেন। সে তিনটি ছবি হল “মামা ভাগ্নে”প্রসেনজিৎ চ্যাটার্জী(Prosenjit Chatterjee) ও অনন্যা চ্যাটার্জির(Ananya Chatterjee) সঙ্গে তিনি কাজ করেছেন। দ্বিতীয়টি হল বাংলা বাঁচাও আর তৃতীয়টি হল প্রতিদ্বন্দ্বী।

পরিচালক অনুপ সেনগুপ্ত(Anup sengupta) বলেন অর্পিতা একজন অভিনেত্রী হিসেবে খুব একটা ভালো যে তা নয় আবার খুব একটা খারাপ সেটাও নয়। মোটামুটি আর কি। তবে কথা শুনতো মেয়েটা। অনেক বকাবকি করেছি তবে কোনদিনও পাল্টা জবাব দেয়নি। শেষ ছবি ছিল ২০২১তে তারপর তেমন যোগাযোগ ছিল না ।

অনুপ সেনগুপ্তকে প্রশ্ন করা হয় অর্পিতা কি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন? অনুপ সেনগুপ্ত উত্তরে বলেন তেমনভাবে কোনদিন দেখিনি। টাকা পয়সা নিয়েও অত জড়াজড়ি করত না। খবরের যা দেখছি তা দেখে সত্যি বলতে অবাকই লাগছে আবার খারাপ লাগছে।

Leave a Comment