সিনেবাংলা ওয়েব ডেস্কঃ আরও এক নতুন সিরিয়ালের(serial) আগমন হতে চলেছে বাংলা টেলিভিশন(Bengali television)-এ। আসুন জেনে নিই নায়িকা-নায়কের(actor-actresess) মুখ থেকে তাদের মুখ থেকে।
বাংলা নতুন সিরিয়াল রোজই নতুন নতুন ধারাবাহিক এনে দর্শকদের নিজদের চ্যানেলে(channel) আটকে রাখতে চাইছে। সেই লিস্টে (list) নবতম সংযোজন হলো ‘জগদ্ধাত্রী’ (jagadhatri) ধারাবাহিকটি। উনত্রিশ তারিখ থেকে সোম থেকে রবি ঠিক সন্ধ্যা সাতটার জী বাংলায়(z bangla) আসছে এই নতুন সিরিয়ালটি।
কথা হলো সিরিয়ালের দুই প্রধান মুখ অর্থাৎ নায়ক নায়িকার সাথে। দু জনেই খুব একসাইটেড (excited)। খুব পরিশ্রম ও কিছু মজা মিশিয়ে চলছে শুটিং। নায়িকা নাকি একটুমারামারি পচ্ছন্দ করেন। নায়ক যার সিরিয়ালে নাম সয়ম্ভু অন্তত সেই কথাই বললেন। নায়কের ভাই আয়ুশ খুব চনমনে একটা চরিত্র। তবে তারা কেউই এর থেকে বেশি বলতে রাজি নন। সকলেই দর্শকদের আহ্বান জানিয়েছেন সিরিয়ালটি শুরু থেকে দেখার জন্য ।তারা জানালেন এমন সিরিয়াল আগে দর্শক দেখেননি, তাদের ভালোলাগবে।