Jojo: এই পুজোতে দারুণ উপহার নিয়ে আসছেন জোজো! জানালেন নিজেই।

সিনে বাংলা ডেস্ক: জোজো(Jojo)-র গানে মুগ্ধ বাংলার জনগন। তিনি অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন দর্শকদের। তিনি অভিনেতা মৃণাল মুখার্জী(Mrinal Mukherjee)-র মেয়ে।

তিনি প্রত্যেকবার পুজোয় অনেক নতুন গান গেয়ে থাকেন। সম্প্রীতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন এবারো তাঁর একটি নতুন গান আসছে। যেই গানে বিহুর তাল রয়েছে। তিনি এটাও জানান যে তিনি আশা করছেন যে এই গান সকলের পছন্দ হবে এবং সকলে সেই গানে রিলস্(reels) বানাবে। এখন রিলস্ ভিডিও(reels video)- এর চল। বড় বড় অভিনেতা থেকে সাধারণ মানুষ সকলেই এখন রিলস্(reels) করেন। আর তিনি মনে করেন শিল্পীদের এক মিনিটের বেশি ভিডিও(video) করা উচিত নয়। এছাড়াও তিনি নিজের ছোটবেলার পুজোর কথাও শেয়ার(share) করেন।

বেশ কিছুদিন আগে তিনি লাইভ(live)- এ এসে তাঁর ছেলের অসুস্থতার কথা জানান। এরপর তিনি জানান এখন তাঁর ছেলে ঠিক আছে। তাকে জিজ্ঞেস করা হয় তিনি কি চান ভবিষ্যতে তাঁর ছেলে গানের জগতে আসুক। তিনি এ ব্যাপারে জানান যদি তাঁর ছেলে চায় বড় হয়ে গান করতে তাহলে অবশ্যই করবে। তিনি কখনোই নিজের সিদ্ধান্ত ছেলের ওপর চাপিয়ে দেবেন না।

Leave a Comment