সিনে বাংলা ওয়েব ডেস্ক: মন ফাগুন(,mon fagun) খড়কুটোর(khorkuto) পর শেষ হতে চলেছে স্টার জলসার (Star jalsha)অন্যতম জনপ্রিয় এক ধারাবাহিক আয় তবে সহচরী(Ay tobe sohochori)।গত ২৭ সে আগস্ট হয়ে গেছে শেষ দিনের শুটিং । কনিনীকার (kaninika)অনুপস্থিতে শেষ হল এই ধারাবাহিক ।
এই ধারাবাহিকের কাহিনী শুরু হয়েছিল সহচরী(sahachari) ও বরফির(Barfi) বন্ধুত্ব দিয়ে ।পড়ে দেখানো হত সহচরী গোল্ড মেডেলিস্ট(gold medalist) হয়েছে। কিন্তু গল্পের কাহিনীতে বদল আনা হয় এরপর ধারাবাহিকের প্রধান চরিত্র সহচরী(sahachari) ওরফে কনিনিকার (kaninika)মেরুদন্ডতে অস্ত্রোপচারের কারণে তার ধারাবাহিকে অনুপস্থিতির কারনে গল্পের ছন্দ হারিয়ে যায় বলা যেতে পারে প্রায় অসম্পূর্ণভাবেই শেষ হচ্ছে এই গল্পের কাহিনী।
ধারাবাহীকে শেষে দেখানো হতে পারে সহচরীর(sahachari) মৃত্যু হয়েছে বা সে অন্য কোথাও চলে গেছে ।শেষ দিনের শুটিংয়ে দেখা যায়নি অভিনেত্রী কনিনীকাকে (kaninika)।তিনি এখনোও চেন্নাইতে আছেন ।তবে এদিনের শুটিংয়ের শেষ পর্বে সবারই মন ছিল ভারাক্রান্ত ।তবুও হাসিমুখে কেক কেটে ভারাক্রান্ত মন নিয়েও উপভোগ করেছে শেষ দিনের শুটিং