সকলের সামনে আলু (Aalu)কে স্বীকৃতি দিল কিরণ (Kiran)
সিনে বাংলা ডেস্ক: ‘বং গায়'(Bong Guy) মানে কিরণ দত্ত(Kiran Dutta) নামটির সাথে সকলেই পরিচিত। তিনি এক জনপ্রিয় ইউটিউবার(YouTuber)। শুধু ইউটিউব(YouTube)-ই নয় বাংলা ছবিতেও অভিনয় করেছেন।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ‘বং গাই ‘
তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সবসময়ই তিনি শিরোনামে থাকেন। কিছুদিন আগেই তিনি একজন ইউটিউবার(YouTuber)- এর সাথে বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আগ্রহী দর্শকেরা। দর্শকেরা বরাবরই তাঁর প্রেমিকার ব্যাপারে জানতে চেয়েছেন। কিন্তু তিনি সবসময়ই সেটি এড়িয়ে গিয়েছেন।
নিজের প্রেমিকার নাম জানালেন কিরণ দত্ত
কিন্তু এবার এই ব্যাপারে মুখ খুললেন। তিনি সকলের সামনে জানিয়ে দিয়েছেন যে অন্তরা রায় মজুমদার(Antara Roy Majumder)- এর সাথে সম্পর্কে আছেন। তিনি আরো বলেন যে দীর্ঘদিন ধরেই তাঁরা একে অপরকে ভালোবাসেন। তিনি যদিও আগে এ নিয়ে কিছু বলেন নি। কারণ তিনি আগে নিজে কনফার্ম(comfirm) হতে চেয়েছিলেন। আর সব কিছুরই একটি সঠিক সময় থাকে। এখন সেই সঠিক সময় তাই তিনি জানিয়ে দিয়েছেন। তাঁর এই কথাটি শুনে তাঁরা অনুরাগীরা খুব খুশি হয়েছেন। অন্যদিকে আবার অনেকে তাকে ট্রোল(troll)-ও করেছেন। তাদের বক্তব্য এটি এতদিন লুকিয়ে রাখার দরকার ছিল না।