Koushambi:BF : তবে কি এবার উচ্ছেবাবু অতীত: সামনে এলো কৌশাম্বীর ভালোবাসার মানুষের ছবি:

চিত্র: কৌশাম্বীর অতীত ও বর্তমান বয়ফ্রেন্ড

সিনেবাংলা ওয়েব ডেস্ক: টেলি দুনিয়ায় একের পর এক এমন খবর আসে যা আমাদের দর্শক ও পাঠকদের চমকে দেওয়ার জন্য যথেষ্ট। এবার সামনে এলো কৌশাম্বী চক্রবর্তী-র(koushambi chakraborty) বয়ফ্রেন্ডের ছবি। হতবাক সবাই। ইনিও বেশ হ‍্যান্ডসাম (handsome)! তবে কি ‘উচ্ছেবাবু’ আজ অতীত।

চিত্র: কৌশাম্বী

সমগ্ৰ ঘটনাটি সামনে আসতে সকলেই হতবাক। তবে আসুন জেনে নেওয়া যাক আসল সত্যিটা কি? ‘মিঠাই’ সিরিয়ালের ‘দিদিয়া’ খ‍্যাত কৌশাম্বীর সঙ্গে সিরিয়ালের নায়ক সিড অর্থাৎ আদৃতের প্রেমের কথা আজ সকলের কাছে জানতে বাকি নেই। সকলেই এই জুটিকে পচ্ছন্দ করেন। তাহলে এই তৃতীয় ব‍্যক্তি কে? ইনি নতুন কেউ নন। ছবিতে যাকে দেখতে পাওয়া যাচ্ছে ইনি কৌশাম্বীর প্রাক্তন। এসবই তৎকালীন সময়ের ছবি যখন তিনি এনার সাথে ছিলেন।

চিত্র: আদৃত ও কৌশাম্বী

আচমকা কৌশাম্বীর অতীত সামনে আসায় সকলেই একটু কনফিউজড হয়ে পড়েছিলেন। নিশ্চন্তে থাকুন সবাই ছবির ব‍্যক্তি আজ অতীত। উচ্ছেবাবু কৌশাম্বীর জুটি কেউ এখনই ভাঙতে পারছেনা। অনস্ক্রিন ‘দিদিয়া’র থেকে চোখ-ই সরে না আদৃতের। অনস্ক্রিন পিসতুতো দিদিয়া আজ আদৃতের সুখ-দুঃখের সাথী। আদৃত ও কৌশাম্বী দু’জনেই আজ তাদের অতীত ভুলে একে অপরের সাথে খুব ভালো আছেন।

Leave a Comment