সিনেবাংলা ডেক্স: বর্তমানে টিভি খুললে অথবা সোশ্যাল মিডিয়ায় গেলে একটাই নাম চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সেটা হলো অপা অর্থাৎ পার্থ এবং অর্পিতা(partha-arpita)। এই পার্থ চ্যাটার্জি হল বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী, তার সাথে যোগাযোগ মেলে বান্ধবী অর্পিতার এবং তাদের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটির বেশি টাকা।
তাই কয়েকদিন যাবত চর্চায় আছে তারা এর আগে চর্চায় ছিল অথবা এখনো আছে শোভন চ্যাটার্জি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়(shovon-baishakhi)। তারাও বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সহকর্মী ছিল। বান্ধবী থাকা এবং পরবর্তীতে তাদের সাথে নাম জড়ানো ও তাদের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হওয়ায় শোভনের আগে পরিচয় মিলে।
বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের আরেক চার্মিং সোশ্যাল মিডিয়া স্টার হল মদন মিত্র(Madan mitra) । সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নানা রকম মজার কীর্তিকলাপ করা অথবা মেয়েদের সাথে খুনসুটি সবেতেই মদনের জুড়ি মেলা ভার। সেই মদন মিত্র কে দেখা গেল বাংলা টিভি সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ শ্রীতমার সাথে। এর আগেও অবশ্য মদনের সাথে অনেক অভিনেত্রীদের দেখা যায়,
শ্রীতমা(sreetama) মা সিরিয়ালে বড় ঝিলিক, দিয়া, চরিত্রটি করে খুব জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীকালে তাকে “ইচ্ছেনদী” (Icchenodi)ধারাবাহিককেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যায়,বর্তমানে তাকে রাহুল এবং রুকমার সাথে জি বাংলার(zee bangla) “লালকুঠি “(lalkuthi)ধারাবাহিকে বিথি চরিত্রে দেখা যাচ্ছে।
একটি বেসরকারি চ্যানেলের হয়ে একটি কুকিং শো এর পরিচালনার দায়িত্বে আছে শ্রীতমা সেখানেই মদন মিত্র কে গেস্ট হয়ে আসতে দেখা যায় পরে শ্রীতমা তার সাথে মদন মিত্রের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যেটা নিয়ে জল্পনা শুরু হয়। ছবিটিতে কালো রঙের পোশাকে দেখা যাচ্ছে মদন মিত্র কে পাশে দাঁড়িয়ে শ্রীতমা দুজনের হাতে একটি খাবারের প্লেট। তাই সোশ্যাল মিডিয়ায় এখন গুজব ছড়াচ্ছে তাহলে কি পার্থ অর্পিতা শোভন বৈশাখীর পর এবার দুটি বাঁধতে চলেছে মদন শ্রীতমা?