সিনে বাংলা ডেস্ক: বড় পর্দায় অনেকবার মিমি চক্রবর্তী(Mimi Chakraborty) ও অঙ্কুশ হাজরা(Ankush Hazra)- কে একসাথে দেখা গিয়েছে। তাদেরকে একসাথে পর্দায় দেখতে দর্শক পছন্দ করেন।তাদের মধ্যে বন্ডিং (bonding)-টাও খুব ভালো। তবে কেনো অঙ্কুশ(Ankush) বললেন এক কথা? তবে কি তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য চলেছে? উঠে এসেছে অনেক প্রশ্ন।
অঙ্কুশ(Ankush)-কে রিসেন্ট তাঁর অনুরাগীরা অনেক প্রশ্ন করেছিলো। তাঁর মধ্যে একটি প্রশ্ন ছিল মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)- র সাথে তাকে আবার কবে দেখা যাবে? তার উত্তরে তিনি জানান, তিনি এই প্রশ্নটি মিমি(Mimi)-কে করায় মিমি (Mimi)-তাকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছিল। সেই ভিডিও(video)- টিই প্রচুর পরিমানে ভাইরাল(viral) এখন নেট ধুনিয়ায়। আসলে অঙ্কুশ(Ankush) বরাবরই মজা করতে পছন্দ করেন। তিনি মজা করেই কথাটি বলেছেন। এছাড়াও তাঁর অনুরাগীরা তাকে জিজ্ঞেস করেছেন তিনি কেমন ধরনের ছবি করতে বেশি পছন্দ করেন। এছাড়াও আরো অনেক প্রশ্ন করেছেন অনুরাগীরা যেগুলি তিনি মজার ছলেই উত্তর দিয়েছেন।
অঙ্কুশ হাজরা(Ankush Hazra) ফিল্মী ক্যারিয়ার ‘কেল্লাফতে'(Kellafate) ছবির মাধ্যমে শুরু হয়। এরপর ‘ইডিয়ট’ (Idiot), ‘আমি শুধু চেয়েছি তোমায়’ (Ami Shudhu Cheyechi Tomay), ‘কেলোর কীর্তি'(Kelor Kirti), ‘আমি যে কে তোমার’, (Ami Je Ke Tomar), ‘বলো দুগ্গা মাইকি’ (Bolo Dugga Maiki) ছাড়াও অনেক ছবি করেছেন তিনি। তিনি অভিনয়ের পাশাপাশি অ্যাঙ্করিং(anchoring) ও করে থাকেন। তাকে ‘ড্যান্স বাংলা ড্যান্স’ (Dance Bangla Dance)-এ তাকে বিক্রম চ্যাটার্জী(Vikram Chatterjee)-র সাথে অ্যাঙ্করিং(anchoring) করতে দেখা গিয়েছে ।