সিনে বাংলা ওয়েব ডেস্ক: টলিউডে(Tollywood) এইমুহুর্তে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।(Mimi chakroborty)কিন্তু এই অভিনেত্রী হওয়ার জন্যে তাকে সংগ্রাম করতে হয়ছে ।একদিনেই তিনি অভিনেত্রী হননি। তার অভিনেত্রী হওয়া নিয়ে পরিবারের প্রবল আপত্তি ছিল কিন্তু তিনি সেই আপত্তি সত্ত্বেও অভিনেত্রী হওয়ার জন্যে বাড়ি থেকে পালিয়ে আসেন কলকাতায়।
অভিনেত্রীর জন্ম ১৯৮৯ সালের ১১ই ফেব্রুয়ারি (1989,11th Feb)। অভিনেত্রী মিমি চক্রবর্তী জলপাইগুড়ি জেলার মেয়ে।সেখানেই তার বড় হয়ে ওঠা।অভিনেত্রীর স্কুল জীবন শুরু হয় হোলি চাইল্ড(holy child) থেকে এরপর অভিনেত্রী সেন্ট জেমস কলেজ(sent jemes college) থেকে ইংরেজি (English)বিষয়ে স্নাতক পাশ করেন। অভিনেত্রী হওয়ার ইচ্ছা নিয়ে কলকাতায় আসেন ।কিন্তু প্রথমদিকে তিনি ইন্ড্রাস্ট্রিতে জায়গা করতে পারেননি ।তাই বিভিন্ন বিউটি পার্লারে কাজ করে,এরপর সেখান থেকে মডেলিংয়ের জন্যে অভিনেত্রী হওয়ার জন্যে সুযোগ আসে ।
ঋতুপর্ণ ঘোষের(Rituparno Ghosh) সিরিয়াল গানের ওপারে(ganer opare) দিয়ে তার অভিনয় জীবনে প্রবেশ। গানের ওপারে পুপে(pupe) চরিত্রে তার অভিনয় দর্শকদের মন কেড়েছিল। এরপর বাপি বাড়ি যা সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ । এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি । একাধিক সিনেমাতে তিনি অভিনয় করেছেন এবং বর্তমানেও করছেন। দেব,(dev ) অঙ্কুশ (Ankush)থেকে শুরু করে অর্জুন চক্রবর্তী সবার সাথেই জুটি বেঁধে একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
অভিনয় জীবনের পাশাপাশি কিরে রাজনীতির আঙিনায় পা রেখেছেন, এই মুহূর্তে তিনি একজন সাংসদ। বর্তমানে তিনি এখন সিঙ্গেল। অভিনেত্রীর মনের মানুষ কে তা এখনোও জানা যায়নি ,তবে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, দীর্ঘদিন ধরে সেই সম্পর্ক অটুট ছিল, সেই সম্পর্ক এখন অতীত কারণ রাজ চক্রবর্তী (raj chakroborty)এখন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে(shuvarsrre ganguly) বিয়ে করেছেন। এই বিষয় নিয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হলে সেরূপ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেত্রীর কাছ থেকে।অভিনয়ের পাশাপাশি গানের চর্চা করেন অভিনেত্রী। এমন প্রতিভাবান অভিনেত্রী আরোও ভালো সিনেমা উপহার দিন দর্শকদের।