এক দাপুটে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মিতা চ্যাটার্জী(Mita chaterji)।ইন্ডাস্ট্রিতে(industry )তিনি পা রেখেছিলেন ১৯৪৭ সালের হেমেন বসুর (Hemen bosur)‘ভুলি নাই’ ছবিতে একজন শিশুশিল্পী হিসেবে। তার আসল নাম নমিতা চ্যাটার্জী(Namita chaterji)। একই নামের দুই নায়িকা থাকায় যাতে নাম নিয়ে বিভ্রান্তি না ছাড়ায় তার জন্য অনুপ কুমার (Anup Kumar)নমিতার (Namita) নাম রেখে দেন মিতা(Mita)।
তিনি অভিনয় করেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে। পাশাপাশি তিনি অভিনয় করেন , চিত্রাঙ্গদা(chitrangada) , রামপ্রসাদ(Ramaprasad) , রাঙামাটি( Rangamati), সমাপিকা( samapika), অভিজ্ঞান (Avigan), অদৃশ্য মানুষ(Adrishya manus ), কুয়াশা(kuyasa ), ইন্দ্রনাথ( Indranath ),সেতু (setu), শ্বশুরবাড়ি( sasur bari), একটুকরো আগুন(ak tukro agun ), শীলা(shila) , দুই বাড়ি (dui bari ), হানাবাড়ি(hana bari) ইত্যাদি সিনেমা।
দূরদর্শনের ডি ডি বাংলার(DD Bangla) সবচেয়ে বেশিদিন চলা ধারাবাহিক ‘জন্মভূমি’তে পিসিমার ভূমিকাতে তাঁর অভিনয় , অভিনয় জীবনের স্মরণীয় হয়ে ঘটনা। এই চরিত্র প্রখ্যাত কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়(Tarasankar bandapadhay )রচিত ‘ধাত্রী দেবতার’ পিসিমা চরিত্রের আদলে সৃষ্টি।অভিনয়ের পাশাপাশি নাচ, গান, খেলাধুলা, পড়াশোনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্তা। রাজেন বসুর(rajen bosu) কাছে গান শিখেছিলেন।মনি শংকর(Moni Sankar) মহাশয়ের কাছে শিখেছিলেন নাচ।এই নাচের মাধ্যমেই বাংলা টেলিভিশন জগতে পা রাখেন তিনি। বাংলা, ইংরেজি, হিন্দির পাশাপাশি নেপালি(Nepali) ভাষাতেও বেশ দক্ষ তিনি। সে সঙ্গে টেবিল টেনিস (table Tanis) থেকে সাঁতার(swimming) সবই জানেন।
একাধারে বহু গুণের অধিকারিনী ছিলেন মিতা চ্যাটার্জী(Mita chaterji)। তার জীবনের মূল মন্ত্রটাই হল ‘করবো এবং পারব’। তাইতো বিয়ের মাত্র বছরখানেকের মধ্যে স্বামী সেরিব্রাল স্ট্রোকে(cerebral strock) আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেও ভেঙে পড়েননি মিতা।
স্বামীকে হারিয়ে একরত্তি মেয়েকে মানুষ করেছেন তিনি একা।স্বামী হারা সংসারে মেয়েকে মানুষ করার পাশাপাশি অভিনয়টাও সমান তালে চালিয়ে গিয়েছেন মিতা(Mita)। তার জীবনে অনেক ঝড়-ঝাপটা এসেছে। কিন্তু মিতা চ্যাটার্জী(Mita chaterji) কখনও থেমে থাকেননি। ওনাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল জি বাংলা সিনেমা (Zee Bangla cinema)খ্যাত’ ত্রিনয়নী'(Trinoyoni) সিরিয়ালের ঠাকুমা হিসেবে। করোনা সংক্রমণের কারণে এখন বিশেষ অভিনয় করেন না তিনি। কিন্তু তিনি যে একেবারে কাজ থেকে আলাদা হয়ে গেছে তা কিন্তু একদমই নয় তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে এখন লেখালেখির কাজ করছেন।এটাই কারণ তাকে এখন অভিনয় করতে দেখা যাচ্ছে না।