Mithai: পরিবারের বিপদের সময় এ কি করলেন মিঠাই!

সিনে বাংলা ডেস্ক: ‘মিঠাই'(Mithai) ধারাবাহিক সকলের প্রিয় ধারাবাহিক। শুধু ধারাবাহিককেই নয় সৌমিতৃষা(Soumitrisha)-কেও সকলে ভালোবাসেন। সৌমিতৃষা(Soumitrisha)-ও প্রত্যেকবার নানান রকম রূপে ধরা দেন দর্শকের কাছে।

এবার তিনি আবারো চমকে দিলেন সকলকে। সম্প্রীতি তিনি একটি ছবি শেয়ার(share) করেছেন। যেটি দেখবার পর সোশ্যাল মিডিয়া(social media) তোলপাড় হয়ে গিয়েছে। ছবিতে তিনি হট প্যান্ট(hot pant) আর টপ(top) পড়ে একটি স্কুটার(scooter)-এ বসে আছেন। তাঁর এই ছবি দেখে সকলেই মুগ্ধ। ছবিটি দেখবার পরই তাঁর অনুরাগীরা তাকে অনেক সুন্দর লাগছে বলে জানিয়েছেন। অনুরাগীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

‘মিঠাই'(Mithai)-তে এখন দেখানো হচ্ছে আদিত্য আগরওয়াল(Aditya Agarwal) চক্রান্ত করে তাদের ঘর থেকে বের করিয়ে দিয়েছেন। এরপর অনেক কষ্ট করে তাঁরা ঘর ভাড়া খুঁজেছেন এবং সেখানে কষ্টে করে সকলে মিলে থাকছেন। পরবর্তীতে তাঁরা নিজেদের বাড়ি ফিরে পান কিনা তা এখন দেখবার বিষয়।

Leave a Comment