সিনে বাংলা ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার মানেই দর্শকদের উত্তেজনার পারদ চরমে ওঠে। কাকে পেছনে ফেলে কোন ধারাবাহিক ছিনিয়ে নিল সেরার শিরোপা তা নিয়ে উৎসাহ থাকে দর্শকদের। গত টিআরপি (TRP)লিস্টের(Lister) তালিকাতে বহুদিন পর নিজেদের জায়গা ফিরে পেয়েছিল মিঠাই(Mithai)।কিন্তু এবারেও কি একঝলকে তা দেখে নেওয়া যাক ।
এইবারের টিআরপি তালিকাতে মিঠাই (Mithai)আবারও আছে প্রথম স্থানে ৮.৭(8.7)পয়েন্ট নিয়ে সে তার শীর্ষস্থান ধরে রেখেছে ।স্টার জলসার(Star jalsha) গাঁটছড়া (gatchara)ধারাবাহিকে ৮.১(8.1)পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে । তৃতীয় স্থানে আছে আলতা ফড়িং ও লক্ষ্মী কাকিমা সুপারস্টার(Alta faring & Lakshmi Kakima suparstar) উভয়ের ঝুলিতে রয়েছে ৭.৭(7.7)।ঠিক একধাপ এগিয়ে আরও গৌরী এলো উঠে চতুর্থ স্থানে উঠে এলো ৭.৬ (7.6)পয়েন্ট নিয়ে, অন্যদিকে ৬.৫(6.5)ধারাবাহিক নিয়ে টি আর পি তালিকাতে পঞ্চম স্থানে আছে,ষষ্ঠ স্থানে আছে দুই ধারাবাহিক অনুরাগের ছোঁয়া(Anuurager choya) ও উমা (uma )ধারাবাহিক যাদের প্রাপ্ত নম্বর ৬.২(6.2) ,সপ্তম স্থানে আছে “মন ফাগুন ও”(Mon fagun) এই পথ যদি না শেষ হয়(ei poth jodi na ses hoy ) “ধারাবাহিক ।
অনেক দিন পর মিঠাই(mithai) ধারাবাহিক তার শীর্ষস্থান দখলে রেখেছে। অন্ধকার দিক সরে গিয়ে আলো ফুটেছে মিঠাই (mithai)ধারাবাহিকের গল্পে , অনেকদিন ধরেই ধারাবাহিকে দেখানো হচ্ছে জমজমাট পর্ব আর তার ফলস্বরূপ মিঠাই ধারাবাহিক ছিনিয়ে নিল সেরার মুকুট ।