Mithai মেকআপরুমে একী কাণ্ড ঘটাল তোর্সা,নীপা মিঠাই !

সিনে বাংলা ওয়েব ডেস্ক: জি বাংলার (Zee Bangla)জনপ্রিয় ধারাবাহিক মিঠাই(mithai)। আর এই মিঠাই ধারাবাহিকের প্রতিটি চরিত্রই জনপ্রিয়। অফস্কিন(ofscreen) হোক বা অনস্ক্রিন (onscreen)মিঠাইয়ের (Mithai)পরিবারের সদস্যের মধ্যে রয়েছে এক বন্ডিং(binding)।অনস্ক্রিনে মিঠাই(Mithai) এবং তোর্সার (Torsha)সম্পর্ক কিন্তু অম্ল মধুর ।কিন্তু অফস্কিনে তাদের রয়েছে এক অটুট বন্ধন।

মিঠাইয়ের (Mithai)মেকআপরুমে(Make-up room) এক মজার কাণ্ড ঘটিয়ে বসল মিঠাই ।প্যাকআপ হওয়ার পরেও মিঠাই ওরফে সৌমীতৃষা(soumitrisha) আটকে রাখল ত্বনী(Tanni) ওরফে তোর্সাকে(Torsha)।কারন মিঠাই মাঝেমধ্যেই কারর ব্যাগ কিংবা ফোন লুকিয়ে রেখে দেয় যাতে সে বাড়ি যেতে না পারে ।এইরকম নানারকম দুষ্টমি সারাক্ষণ চালাতে থাকে মিঠাই ওরফে অভিনেত্রী সৌমীতৃষা।(soumitrisha,)

এইভাবেই মেকআপরুমে সারাক্ষণ হাসি ঠাট্টা চলতে থাকে তাদের মধ্যে । তাদের করা নানারকম ভিডিও তারা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়(social media)। মনোহরাতে (Monohorra)চলছে এখন জন্মাষ্টমীর আনন্দ ।

Leave a Comment