সমালোচকদের এবার কড়া জবাব দিলেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু।সিনে বাংলা ওয়েব ডেস্ক: জি বাংলার (Zee Bangla)অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)।মিঠাই চরিত্রটি দর্শকদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র। মিঠাই চরিত্রে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর(soumitrisha kundu) অভিনয় ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শকদের। এই সিরিয়ালে সিড মিঠাই(Sid mithai) জুটি অন্যতম জনপ্রিয় ।কিন্তু কয়েকদিন যাবদ ধরে মিঠাই ধারাবাহিক নিয়ে নানা রকম নেগেটিভ কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বেশ কড়া ভাষায় এর জবাব দেন।
অভিনেত্রীর কথায় আমরা যথেষ্ট আনন্দের সাথে কাজ করি। এখানে সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশেই একসাথে কাজ করে। মিঠাই তে কোন নতুন সদস্য এলে তাকে আপন করে নেয়া হয় বলেও জানান অভিনেত্রী। তবে সমালোচকদের এহেন মন্তব্যে অভিনেত্রী বলেন আসলে সমালোচনার উপাদান হিসেবে মিঠাই ব্যবহৃত হয়।
মিঠাই টি আর পি (Trp)কমা বাড়া নিয়ে অভিনেত্রীর মত তারা যদি টিআরপি তালিকাতে পিছিয়ে পড়ে তাহলে তাদের মধ্যে এগিয়ে যাওয়ার তাগিদটা আরো বেশি করে অনুভব হবে। সিধাই (sidhai)মুহুর্ত দেখার জন্যে অপেক্ষা করে দর্শকেরা। এই বিষয়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন রোমান্টিক মুহূর্তের সাথে সাথে তাদের খুনসুটিও চলতে থাকে ।তাই সিধাই মুহুর্ত আবারও খুব তাড়াতাড়ি দেখতে পাবেন দর্শকেরা, জানান অভিনেত্রী।
এই মুহূর্তে মিঠাই ধারাবাহিকের রুদ্র নীপার (rudra nipa)বিয়ের রিসেপশন (reception)চলছে আর তার মধ্যেই মিঠাইয়ের গুলি লাগে ।এর পরবর্তীতে মিঠাই সিরিয়ালে কি হতে চলেছে তার জন্যে অপেক্ষা করতে হবে দর্শকদের ।