Mousumi Saha: সুপারস্টার হতে গেলে মৌসুমী সাহার হাতের চড় খেতেই হবে!

. চিত্র: মৌসুমী সাহা

সিনেবাংলা ওয়েব ডেস্কঃ মৌসুমী সাহা (Mousumi Saha)-কে বর্তমানে দেখা যাচ্ছে ‘গৌরী এলো’ (gouri elo) সিরিয়ালে(serial)। তার থেকে জেনে নেবো তার এই দীর্ঘ অভিনয় জীবনের সফরের অভিঞ্জতা।

মৌসুমী জানালেন জুনিয়রদের(junior) সাথে কাজ করতে তার কোনো অসুবিধা হচ্ছে না। তারা পরিবারের মতো। ওনার মাঝেমধ্যে মনে হয় যেন তার বয়স কমে গেছে।

তিনি তপন মজুমদার(Tapan Majumder) এর ‘আপন আমার আপন'(apan amar apan) ছবির মাধ্যমে ১৯৮৯ সালে ইনড্রাস্টিতে(industry) পা রাখেন। পরবর্তীকালে তিনি দেব(dev), জিত(jeet) সবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে বলেন যে আজ অবধি তিনি যাদের চড় মেরেছেন তারাই কিন্তু পরবর্তীকালে সুপারস্টার হয়েছে। এ কথা তিনি আজও হাসতে হাসতে মনে করেন।

Leave a Comment