রাজনৈতিক কারণেই নন্দনে নেই অপরাজিত! ক্রোধে কি বললেন সায়নী ?

সদ্য মুক্তি পেয়েছে অনীক দত্ত (Anik Dutta ) পরিচালিত সত্যজিৎ রায়ের (Satyajit Roy) পথের পাঁচালী (Pather Panchali) প্রেক্ষাপটে তৈরি ছবি ‘অপরাজিত'(aparajito) । প্রথম লুক সামনে আসার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বিশেষ করে কলেজ পরুয়ারাই এই ছবি নিয়ে উৎসাহ দেখিয়েছেন ।

কিংবদন্তি সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা জিতু কমলকে ( Jeetu Kamal ) । যাকে রাগে অনুরাগে , রাঙিয়ে দিয়ে যাও , গুরিয়া যেখানে গুড্ডু সেখানে , মহাপিঠ তারাপীঠ প্রভৃতি আরো অনেক ধারাবাহিকে নিখুঁত অভিনয় করতে দেখা গেছে । দর্শকদের কেউ কেউ তো আচমকা চিনতেও পারেননি তাঁকে, এতটাই নিখুঁত সবকিছু। অন্যদিকে ছবিতে সত্যজিতের স্ত্রী বিজয়া রায়ের চরিত্রে অভিনয় করেছেন সায়নী ঘোষ (sayoni Ghosh)। যাকে একাধিক চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে ।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় নন্দন ( Nandan) সহ কলকাতার একাধিক নামে সিনেমা হল গুলি ছবিটি দেখাতে চাইছেন না। কিন্তু বড় বড় মাল্টিপ্লেক্সার (multiplexer) এ গিয়ে অতো টাকা দিয়ে টিকিট কেটে ছবিটি দেখার সাধ্য অনেকেরই নেই এবং দর্শকের একটি বেশিরভাগ অংশই নন্দনে ভিড় জমায়। ফলে নন্দনের ছবিটি না প্রকাশ হওয়ার কারণে বেশ ক্ষতির মুখে পড়তে হবে বলেই জানিয়েছেন পরিচালক। অন্য দিকে সত্যজিৎ রায় নিজেই নন্দন উদ্বোধন করেছিলেন । কিন্তু কেন এমন ঘটনা ??

নন্দনে জায়গা পেল না সায়নী-অভিনীত ‘অপরাজিত। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। পথের পাঁচালির নির্মাণ ঘিরে অনীক দত্তর ছবি ‘অপরাজিত’ নন্দন কর্তৃপক্ষের উচিত সিদ্ধান্ত INFORMATION পুনর্বিবেচনা করাঃ সায়নী অপরাজিত দেখানো নন্দনের দায় বদ্ধতা। এই নিয়ে অনেক দর্শকের আলাদা আলাদা মতামত । এক জন লিখেছেন ” বারাসাতের একটিও মাল্টিপ্লেক্স হলে আসেনি, এমনকি কলকাতার নন্দনেও না….!!!!! আর মধ্যমগ্রাম আইনক্স স্টার মলে কেবল একটি মাত্র শো টাইম, তাও বিকেল ৪.৩৫ এ।” তবে কী এর কারণ পরিচালক অনীক দত্ত, অভিনেতা জিতু কামালরা আছে তাই? তারা বর্তমান সরকারের পক্ষে নয় তাই?? তাদের রাজনৈতিক রং আলাদা তাই???” আবার কেউ কেউ বলছে ” নন্দন কর্তৃপক্ষ মানে তো সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর।মোটা মাথাগুলোর কাছে সত্যজিত মূল বিষয় নয় , মূল বিষয় অনীক দত্ত। ঘেন্না ধরে গেছে অপদার্থ এই প্রশাসনের কাজকর্ম দেখে।” উল্টো দিকে কেউ বলছেন ” একদম ঠিক কাজ করেছে নন্দন কর্তৃপখ্য ধন্যবাদ।”

অন্যদিকে আরো কথা উঠেছিল কিছুদিন আগেও বাংলা ছবির পাশে দাঁড়ানো নিয়ে প্রচার চালায় বিভিন্ন টলিউড অভিনেতা দেব ( dev ) । নন্দনে ছবিটি প্রকাশ না হওয়ার বিষয় নিয়ে গোটা নেটদুনিয়া তোলপাড় হয়ে গেলেও এই গোটা বিষয়টা নিয়ে চুপ থাকার কারণে তীব্র কটাক্ষ শিকার হতে হয়েছে অভিনেতা দীপক অধিকারী কে। নেটিজেন দের মতে শুধুমাত্র নিজের ছবির বেলায় বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলেছেন তিনি কিন্তু অন্যের বেলাতেই মুখে কুলুপ এঁটে গেছে তার। তবে কি এর কারণ শুধুমাত্র রাজনীতি, না অন্যকিছু , উত্তরটা কি সঠিকভাবে বলতে পারছে না কেউই। তবে যতদূর মনে করা হচ্ছে এই মতবিরোধের কোন শেষ থাকবে না ।

Leave a Comment