Neil-Trina : নীল-তৃণা একসঙ্গে একফ্রেমে : উল্লাসে উত্তেজিত ফ‍্যানেরা

চিত্র: নীল-তৃণা

Neil-Trina : নীল-তৃণা একসঙ্গে একফ্রেমে : উল্লাসে উত্তেজিত ফ‍্যানেরা

চিত্র: নীল-তৃণা

Neil-Trina : নীল ও তৃণা বাংলা সিরিয়াল(Bengali serial) জগতের বিবাহিত মিষ্টি রোমান্টিক(romantic) জুটি (couple) পর্দায় একসঙ্গে আসতে চলেছেন। বিয়ের পর এটাই হবে তাদের যৌথ কাজ।

চিত্র : তৃণা

নীল ও তৃণা-র ইনস্টাগ্রাম(Instagram) রিলস্ (riles) প্রচন্ড জনপ্রিয় ফ‍্যানদের কাছে। সকলেই অপেক্ষায় থাকেন তাদের একসাথে দেখার জন্য। এবার সেই অপেক্ষা পূর্ণ হতে চলেছে সকল নীল-তৃণা অনুরাগীদের। উভয়ে আলাদা আলাদা সিরিয়ালে কাজ করেছেন। বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে তাদের একসঙ্গে দেখা যেতে চলেছে।

চিত্র: তৃণা-শান-নীল

নীল ও তৃণা জানিয়েছেন যে তারা একটি মিউজিক ভিডিও(music video) করছেন। শুটিং চলছে। অনুরাগীদের একটু ধৈর্য্য ধরতে বলেছেন। আগামী দু’মাসের মধ্যেই এই মিউজিক অ্যালবাম(music album) সকলের সামনে আসবে। দুই তারকাও যথেষ্ট উত্তেজিত তাদের এই প্রোজেক্ট (project) নিয়ে।

Leave a Comment