সত্যি কি নতুন ধারাবাহিকে থাকছেন নবনীতা (Nabanita) ও শন (Sean)?
সিনে বাংলা ডেস্ক: বাংলার মানুষের কাছে ধারাবাহিক মানেই বিনোদনের একটি মাধ্যম। তাদের প্রতিদিন ধারাবাহিক না দেখেলে দিনই কাটে না। তাই ধারাবাহিকগুলোর জনপ্রিয়তা বেড়েই চলেছে। স্টার জলসা(Star Jalsha) ও জি বাংলা(Zee Bangla) বর্তমানের জনপ্রিয় চ্যানেল(channel)-গুলোর মধ্যে অন্যতম। এই চ্যানেল(channel)-গুলোতে আসছে এক গুচ্ছ নতুন ধারাবাহিক।
আসছে নতুন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'(Komola o Sriman Prithviraj)
ধারাবাহিকগুলোর মধ্যে লেগেই থাকে টিআরপি(TRP)-র লড়াই। নতুন ধারাবাহিক আসলে অনেক পুরনো কিংবা কম টিআরপি(TRP)-র ধারাবাহিক শেষ করে দেওয়া হয়। ইতিমধ্যেই জি বাংলা(Zee Bangla)-য় ‘নিম ফুলের মধু'(Neem Fuler Modhu) শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ‘রাঙা বউ'(Ranga Bou) ও ‘সোহাগ জল'(Sohag Jol) আসছে। আবার স্টার জলসা(Star Jalsha)-য় আসছে ‘পঞ্চমী'(Panchami), ‘বাংলা মিডিয়াম'(Bagla Medium)। কিন্তু আরো একটি ধারাবাহিক আসছে। যেটির টিজার(teaser) প্রকাশিত হয়ে গিয়েছে এরইমধ্যে। ধারাবাহিকটির নাম ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'(Komola O Sriman Prthviraj)। বিংশ শতাব্দীর গল্পের ওপর ভিত্তি করে তৈরী গিয়েছে ধারাবাহিকটি।