Ondrila Saha:বাস্তবে সম্পর্ক ভাঙার কারণ জানালেন নিপা!

সিনেবাংলা ডেস্ক: জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই(Mithai) ।আর এবার সেই মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীরই বাস্তবে ব্রেক আপ (Break up)হয়ে গেল ।মিঠাইয়ের নীপা(Nipa) ওরফে ঐন্দ্রিলা সেনের (oindrila sen)বাস্তবে বিচ্ছেদ ঘটে গেল। বহুদিন ধরে তার প্রেমের সম্পর্ক ছিল ইন্দ্রস্টিরই একজনের সাথে। দুই পরিবারের সম্মতিতে এই সম্পর্ক অনেকটাই এগিয়েছিল ।কিন্তু বাস্তবে সেই সম্পর্ক পরিনতির দিকে যাওয়ার আগেই বিচ্ছেদ হয়ে গেল ।

ঐন্দ্রিলা সেনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন হ্যা তিনি এখন সিঙ্গেল। ইনস্টাগ্রাম(Instagram) থেকে তিনি এবং তার প্রাক্তন প্রেমিকের সমস্ত ছবি মুছে দিয়েছেন ।কিন্তু কেন এই বিচ্ছেদ ? তা নিয়ে ঠিকঠাক ভাবে মুখ খোলেনি অভিনেত্রী |তাহলে কি পর্দায় রুদ্র দার সঙ্গে বাস্তবেও নীপার সম্পর্ক গড়ে উঠেছে ? এই বিষয়ে ঐন্দ্রিলা বলেন রুদ্র ওরফে ফাহিম মির্জাই (fahim Mirza)তার বাস্তবে দাদার মত ।

এই মুহুর্তে মিঠাইতে নীপা এবং রুদ্র দার মিল হলেও বাস্তবে ঐন্দ্রিলার বিচ্ছেদে স্বভাবতই মন খারাপ ঐন্দ্রিলা ভক্তদের।টলিউডে একের পর এক বিচ্ছেদ ঘটছে এবার সেই বিচ্ছেদে নতুন সংযোজন মিঠাইয়ের ঐন্দিলা ।

Leave a Comment