প্রথা ভাঙতে বা নিজের মতো চলতে ভালোবাসেন পাওলি (Paoli)। মোহময়ী কন্ঠ (voice) ও রূপের জাদুতে আগুন ছড়ান তিনি। বরাবরই প্রথা ভাঙতে ও নিজের মতো করে গড়তে ভালোবাসেন তিনি। এত বছরের কেরিয়ারে বিতর্ক এসেছে বহুবার। ২০১১ সালে তার অভিনীত ‘ছত্রাক’ (Chatrak) ছবিটি (movie) মুক্তি পায়। ছবিটি কান ফেস্টিভ্যালে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। কিন্তু তার সত্ত্বেও এসেছে বহু নেতিবাচক মন্তব্য। কারণ, এই সিনেমায় চরিত্রের প্রয়োজনে তাকে প্রায় পুরোপুরি নগ্ন হতে হয়েছে।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে (news portal) দেওয়া একটি সাক্ষাৎকারে (interview) এই প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পের প্রয়োজনে বারবার এমন চরিত্র করবেন তিনি। নগ্ন হতেও তার আপত্তি নেই।’ পাওলি দাম (Paoli Dam) বলেন, ‘যদি বুঝি, সেই চরিত্রটি জন্য আমার মন, আত্মা এবং শরীর একই জায়গায় এসে মিলেছে, তবে অবশ্যই করব। যে কোনো চরিত্রের জন্য এটা গুরুত্বপূর্ণ। নিজেকে নিজের কাছে এবং ওই চরিত্রের কাছে সমর্পণ করে দিই আমি। যদি সেরকম চরিত্রে অভিনয় করার সুযোগ আসে, যেখানে এসব কিছু ঘটবে, তা হলে নগ্নতা নিয়ে কোনো অসুবিধা নেই।’
ছত্রাক (Chatrak) ছাড়াও তিনি অভিনয় করেছেন লাভ আজ কাল পরশু (love aj kal porsu), বেডরুম (bedroom) , অভিশপ্ত নাইটি (abhisopto nighty), আহারে মন (ahare mon), পাসওয়ার্ড (password), অভিযান (Abhijan), জুলফিকার (Zulfiqar), নাটকের মতো (natoker moto), তখন ২৩ (tokhon 23), মন্দবাসার গল্প (mondobasar golpo) প্রভৃতি ছবিতে।