ছেলেকে একী বললেন রচনা?
সিনে বাংলা ডেস্ক: রচনা ব্যানার্জী(Rachna Banerjee) একজন বিখ্যাত অভিনেত্রী । শুধু বাংলা(Bengali) ছবিতেই নয় হিন্দি(Hindi) ও আরো অনেক ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। তিনি এখন জি বাংলা(Zee Bangla)-র জনপ্রিয় রিয়েলিটি শো(reality show) ‘দিদি নাম্বার ওয়ান'(Didi No 1)- এ সঞ্চালনা করছেন। তাকে বরাবরই কড়া হিসেবেই চেনেন।তিনি নিজের ছেলেকেও কড়া শাসনে রাখেন। এবার তিনি ক্যামেরার সামনে হুমকি দিলেন নিজের ছেলেকে।
ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় রচনা ব্যানার্জী (Rachna Banerjee)
প্রতিটি বাবা মায়েরাই তাদের সন্তানদের ভালোবাসেন। অভিনেত্রীর একটিই ছেলে যার নাম রৌনক (Raunak)। ছেলে মেয়ে বড় হলে তাদের দুরত্ব তৈরী হয় বাবা মায়ের থেকে। সেই দুঃখই প্রকাশ করেছেন তিনি। এই শো(show)-তে কয়েকজন তারকা এসেছিল। তখনই ছেলের আচরণের পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন অভিনেত্রী।
ছেলের ফোন(phone) চেক(check) করতে চান রচনা ব্যানার্জী(Rachna Banerjee)
অভিনেত্রী বলেন যে তিনি নাকি ছেলেকে প্রতিদিন নিজের সাথে ঘুমোতে বলেন। কিন্তু সে কিছুতেই ঘুমোয় না। এবং ছেলে তাঁর ঘরে কিছুতেই ঢুকতে দেয় না। এরপর অভিনেত্রী বলেন সে বাড়িতে গিয়ে ছেলের ফোন চেক করবেন। সবটাই অবশ্য মজার ছলে। পরে তিনি সেটি করবেন বা করেছেন কিনা জানা নেই। কিন্তু ছেলের সাথে ছুটি কাটাতে গিয়েছেন তিনি।